Neelanjana ( নীলাঞ্জনা ) lyrics || Encore Band ||Gd-M9||

Neelanjana Song by Encore Band:


Neelanjana Song by Encore Band

Neelanjana ( নীলাঞ্জনা ) Song is sung by shakib-ul islamm from Encore Bengali Band.Neelanjana ( নীলাঞ্জনা ) Song lyrics by Encore Band.


  • Song - Neelanjana ( নীলাঞ্জনা )
  • Band - ENCORE
  • Vocal - Shakib-ul Islam
  • Guitar - Muzayed Imam Bishal
  • Guitar - Yeamin Abrar
  • Drums - Mirza Sabir
  • Bass - Faiaz Bin Alam


Neelanjana song lyrics in Bengali:

1st verse

হে নীলাঞ্জনা , সাথে যাবে কি আমার?

যদি দিতে পারো একটি বিকেল

ঘুরে আসি অজানায়

হে নীলাঞ্জনা , বেলা হলো শেষ

চাইলে ভেবে দেখো আরেকবার

বাড়াবার আগে হাত


Pre chorus

তোমায় ছাড়া নীল গালিচায় আর তো ওড়া যায় না

তুমিহীনা মেঘের বাগিচায় রংধণু ছড়ায় না

আমার বুকে মাথা রেখে তুমি ধরতে কত বায়না

আমার দেয়া নীল শাড়ীটায় আর বুঝি মানায় না


Chorus

আজ সবই তোমার ওপর, আর তুমি আমার ভেতর

নীলাকাশে, ডানা মেলে, অজানায়, অবেলায়, হারাবে

ছিলো সবই তোমার ওপর, আর তুৃৃমি আমার ভেতর

পাল তুলে, নীল সাগরে, পাড়ি দাও বহুদূর জাহাজে..


2nd verse

রিক্ত শূন্য দেহতে, আজও চোখের পাতা খুলে

রাখি যদি আসো ফিরে, বেদনার নীলপাহাড় ভেঙে

প্রতিস্রুতির আদলে, যে প্রাসাদ গড়েছিলে তা ভেঙে তিলেতিলে


Encore - Neelanjana (নীলাঞ্জনা) | Official Audio:


Post a Comment

Previous Post Next Post