Smritir Ayna (স্মৃতির আয়না) lyrics - Artcell || Otrito album ||

Smritir Ayna (স্মৃতির আয়না) song By Artcell Band :

Smritir Ayna (স্মৃতির আয়না) song By Artcell Band


Smritir Ayna (স্মৃতির আয়না) song Is sung By George Lincoln D'Costa from Otritio Album.Smritir Ayna (স্মৃতির আয়না) song lyrics by Saef Al Nazi.


  • Song : Smritir Ayna (স্মৃতির আয়না)
  • Vocals & Guitars : George Lincoln D'Costa
  • Lyrics : Saef Al Nazi
  • Lead Guitar : Iqbal Asif Jewel and Kazi Faisal Ahmed
  • Bass : Saef Al Nazi Cézanne
  • Drums : Kazi Shazzadul Asheqeen Shaju
  • Band : Artcell
  • Tune & Music : Artcell
  • Album : Otrito
  • Release Date : 09-03-2023
  • Language : Bangla
  • Label : G Series

Smritir Ayna (স্মৃতির আয়না) song lyrics in Bengali:

নিয়মিত জীবন ধারায় অবিরত স্বপ্ন দেখা

অপূর্ণতায় যথন জীবনকে, পরিপূর্ণ করে রাখা।


স্বপ্ন আর বাস্তবতার খেলায়

ছায়ারা মুখোশের আড়ালে মেলায়

স্মৃতির আয়নায় যে ছবি

প্রতিবিম্ব তারই


মনে করে ভুলে থাকা ভুলের মাঝে খুঁজে পাওয়া 

বেঁচে থাকার অভিনয়ে, নিজেকে আরও হারিয়ে ফেলা


এখনই সময় নিজেকে খুঁজে দেখার 

এখনই সময় জীবনের হিসেব মেলাবার

কখনোই ভেবোনা, এ তোমার ভুল অনুভূতি

সময় করেছে একা


সামনে তাকিয়ে দেখো আছে অবাক পৃথিবী

স্মৃতির পাতায় ছিলো তার গল্প সবই

কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি 

নিজের ভেতরেই পাবে আরেক তুমি


যে লিখেছে গল্প তার, জানা ছিল শেষ কখন কার

নিয়ম বদলে নিয়মের বেড়াজালে, জড়িয়েছো তুমি নিজেকে তাঁর 


আনমনে জড়িয়ে আছে প্রতিটি ক্ষণে

তোমার ছায়াও জানে, জানোনা তুমি শুধু স্বজ্ঞানে।


অর্থহীন অবাস্তবতার, জানো না বা জানো

আছে হিসেব তাঁর 

তোমাকে ভেঙ্গে ফেলে 

মায়ার ইন্দ্রজাল পেরিয়ে মৃত্যুর যে হাহাকার


সবখানে তাঁর অস্তিত্বের আহ্বানে 

তোমার অন্ধকারে অভিযান

আলোর সন্ধানে


Smritir Ayna | স্মৃতির আয়না | Artcell | Official Audio Track 4 | Album - Otritio |


Post a Comment

Previous Post Next Post