Haranor Kichu Nei song By Debdeep Mukherjee:
Haranor Kichu Nei Song is sung by Debdeep Mukherjee from Kholam Kuchi Bengali Web Series.Haranor Kichu Nei Song lyrics in Bengali written by Debdeep Mukherjee.
- Song: Haranor Kichu Nei
- Web Series: Kholam Kuchi
- Singer: Debdeep Mukherjee
- Music Director: Debdeep Mukherjee
- Lyrics: Debdeep Mukherjee
- Music Label: Uribaba TV
- Music by : Debdeep Mukherjee
- Writer: Soumit Deb & Saurav Palodhi
- DOP: Ankkit Sengupta
- Editor: Pronoy Dasgupta
Haranor Kichhu Nei song lyrics in Bengali:
হারানোর কিছু নেই ,
আর নেই কিছু হারানোর !
হারানোর কিছু নেই ,
আর নেই কিছু হারানোর !
হারানোর কিছু নেই, নেই, নেই নেই !
নেই কিছু হারানোর !
নীচু চৌকাঠ, মাথা সামলে ।
জীবন পেছল ছড়ানো ।
ও তো বুঝবেনা আজ কেন প্রয়োজন ;
শুধু দুটো হাত বাড়ানোর ।
আমিষের তাকে ওষুধের শিশি,
কিসের অসুখ সারানোর ?
এই হারানোর কিছু নেই
আর নেই কিছু হারানোর
হারানোর কিছু নেই,নেই,নেই নেই !
নেই কিছু হারানোর !!
দেখিনা মুঠোতে লুকোলে কি ওটা ?
কিছু নেই কিছু নেই ;
নেই কিছু হারানোর !
ভয়ে পেয়ে ওঠে বুড়ো পিয়ানোটা !
কিছু নেই, কিছু নেই ,
নেই কিছু হারানোর!
লেখে বসন্ত অক্ষর গোটা গোটা ,
কিছু নেই কিছু নেই ;
আর নেই কিছু হারানোর !
বুকে এস্রাজ, চোখে বাক্রুদ্ধতা!
কিছু নেই, কিছু নেই
নেই কিছু হারানোর !!
আগে থেকে বোকা ,
তাকে ফের বোকা বানানোর কিছু নেই ।
আমার তোমাকে না আছে লুকোনো,
জানানোর ও কিছু নেই ।
ঘুমিয়ে পড়েছে, তাকে
আর ঘুম পড়ানোর কিছু নেই!!
হারানোর কিছু নেই !
আর নেই কিছু হারানোর !
হারানোর কিছু নেই নেই নেই নেই !
নেই কিছু হারানোর !
খুশির বিন্দু ফুলের পরাগে ,
আসল কথাটা বলি তার আগে ;
ভালোবাসা পেতে সবার ভালোলাগে ।
এই খুশির বিন্দু ফুলের পরাগে ,
আসল কথাটা বলি তার আগে;
ভালোবাসা পেলে এমনি ভালোলাগে ।
খুব কি জরুরি এখন ঝগড়াটা বাঁধানোর ?
হাত থেকে তার অস্ত্র নামানো;
ধর্মের কল বাতাসে নাড়ানো ।
ধরা দেব বলে এসেছি যখন ,
পালানোর কিছু নেই ।
বলি কি যা অন্ধকার ;
তাতে ছোট আলো
জ্বালানোর কিছু নেই ।
স্বপ্নের চোখে ওতো কালসিটে
সাজানোর কিছু নেই ;
বাঁশি পড়ে থাকা একলা দুপুরে
বাজানোর কিছু নেই।
হারানোর কিছু নেই !
আর নেই কিছু হারানোর !
হারানোর কিছু নেই ,
আর নেই কিছু হারানোর !
হারানোর কিছু নেই নেই নেই নেই ,
নেই কিছু হারানোর!!