Bristi ( বৃষ্টি ) Song Is Sung By Rana Dolui.Bristi ( বৃষ্টি ) Song lyrics In Bengali Written By Rana Dolui.
Song Info-
- Song: Bristi
- Vocal: Rana Dolui
- Lyrics: Rana Dolui
Rana Dolui - Bristi Song Lyrics In Bengali:
আমি ভিজিনি কোনদিন, কখনো বৃষ্টির জলে
আমি জানিনা আজ সত্যি সত্যি বৃষ্টি বৃষ্টি কাকে বলে?
আমি ভিজিনি কোনদিন, কখনো বৃষ্টির জলে
আমি জানিনা আজ সত্যি সত্যি বৃষ্টি বৃষ্টি কাকে বলে?
জানালার ফাঁক থেকে হাত বের করে বৃষ্টি তোমাকে চেয়েছি আমি ছুঁতে
একবারও কারণ জানতে চেষ্টা করোনি কারণ তুমি এতটাই হিংসুটে
তবু বৃষ্টি তোমার বন্ধু হব
তোমায় অনেক প্রেমের গান শোনাবো
তোমায় আদর করবো অনেক বেশি
তোমার চোখের চাউনি সর্বনাশী
না না না... না না না...
কেউ বড় রাস্তার মাঝখান থেকে হেডফোন কানে দিয়ে রাস্তা ক্রস করছে!
কারো হ্যান্ড বর্ডস থেকে মোবাইল ফোন চুরি গেছে তাই কান্নাকাটি করছে
কাল ওর জন্মদিনেতে উপহার পাওয়া এয়ারসিম জোড়া হারিয়ে ফেলেছে অফসে
কাল তাই সারাদিন ধরে বৃষ্টির চোখে অনাব্রুত নিম্নচাপ চলছে
ঐদিকে কি হচ্ছে?
কেউ ট্রাফিক আইন দিচ্ছে ফাইন!
দেখো মদের দোকানে লম্বা লাইন!
কেউ শপিং করছে ক্রেডিট কার্ডে!
কেউ রকেট চেপে যাচ্ছে চাঁদে!
যদি সত্যি সত্যি চাঁদের মাটিতে এবড়ো খেবড়ো গর্ত পাওয়া যেত
যদি সত্যি সত্যি বৃষ্টি আমাকে ক্ষমা করে প্রেমে একটা সুযোগ দিত
যদি সত্যি সত্যি চাঁদের মাটিতে এবড়ো খেবড়ো গর্ত পাওয়া যেত
যদি সত্যি সত্যি বৃষ্টি আমাকে ক্ষমা করে প্রেমে একটা সুযোগ দিত
কিন্তু দেয়নি কারণ -----
আমি কাকের বাসাতে কোকিলের ডিম 🥺
দেখো হালকা নেশাতে মাথা ঝিমঝিম!
কেউ কসায় খানাতে হচ্ছে জবাই!
কারো জীবন বলছে মৃত্যুকে চাই!
যদিও সত্যি মিথ্যে সকলি সবার
দেখো লোপাট হচ্ছে স্বাস্থ্য প্রবাদ
কেউ ফাঁসির কাঠিতে চড়ছে ফাঁসি
চলো বৃষ্টি ভিজে ঘুরে আসি!
না না না... না না না...
___][ সমাপ্ত ][___
ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে Bristi ( বৃষ্টি ) lyrics || Rana Dolui || খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।