Smriti Song is sung by Ajitesh Roy Chowdhury from Another Bedroom Project.Smriti Song lyrics in Bengali written By Ajitesh Roy Chowdhury.
Song Info-
- Song: smriti
- Vocal: Ajitesh Roy Chowdhury
- Written, Composed, Programmed By Ajitesh Roy Chowdhury
- Electric Guitars - Sharad Rao
- Recording Engineer - Saurabh Lodha
- Mixing Engineer - Nitin Muralikrishna
- Mastering Engineer - Ronak Runwal
Smriti Song Lyrics In Bengali:
আজ কেন জানি আবার
মনে পড়ছে তোকে
ভুলে গিয়েছিলাম তোকে সময়ের সাথে
তুই কি আবার বানিয়েছিস ? একটা তাসের ঘর
নাকি এখন বেরিয়েছিস বাইরে ?
খুঁজতে সুখের প্রহর ...
চাইনা তোর স্মৃতি
আমি চাইনা পেতে তোকে আর
চাইনা ভালোবাসা
চাইনা সুখের অন্ধকার
আজ শূন্য খাঁচা হয়ে আছে তোর খেলাঘর
আর হৃদয়ের ভাসানে, আমি খুঁজে চলেছি বালুচর
তোর নাটকের অভিনেতা হয়ে, বাঁচার সময় নাই
নিজেকে খুঁজে পাবার চেষ্টায় ব্যস্ত তাই
মুছে যাক সব অতীত তোর, আমার চাইনা সুযোগ আর
ঘুচে যাক সময়ের বহিঃখাতার বিষাক্ত সব প্রতীক্ষা
আজ হয়ত কোথাও সেই দিগন্তের পথটাতে
চাইছে নতুন কলি এক ফুটতে অকালে
সেই পথটা হারিয়ে যাক, খুঁজে না পাক কেউ তা আর
নতুন পথ খুঁজে নিয়ে জীবন গড়ব আরেকবার
তোর নাটকের অভিনেতা হয়ে, বাঁচার সময় নাই
নিজেকে খুঁজে পাবার চেষ্টায় ব্যস্ত তাই
মুছে যাক সব অতীত তোর, আমার চাইনা সুযোগ আর
ঘুচে যাক সময়ের বহিঃখাতার বিষাক্ত সব প্রতীক্ষা।
][.. সমাপ্ত..][
ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে Smriti lyrics- Another Bedroom Project | Ajitesh Roy Chowdhury| খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।