Hariye Felechi ( হারিয়ে ফেলেছি ) lyrics Epitaph Band | GdM9Blog |

প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন Hariye Felechi lyrics - Epitaph Band পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গান, কবিতা ও চন্দের লিরিক (Lyrics) নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।

Hariye Felechi lyrics - Epitaph Band

Hariye Felechi Song Is Sung By M.A. Nayeem From Epitaph Band.Hariye Felechi Song lyrics in Bengali written M.A. Nayeem.

Song Info-

  • Song - Hariye Felechi
  • Band - Epitaph
  • Lyric & Tune - M.A. Nayeem
  • Music Arrangement - Sahidur Rahman Sobuj

Audio -

  • -Recording Studio - SS MUSIC LAB
  • -Mixing & Mastering - Sahidur Rahman Sobuj

Hariye Felechi Lyrics in Bengali : 

হারিয়ে ফেলেছি, তাকে বোবা ডায়েরিতে।

পাইনা খুজে তাকে কোনো গানেতে,


তবু কেন এভাবে চেয়ে থাকা,

আর প্রতিরাত জেগে গান লেখা,

ভাবনায় তার প্রতিদান দেখা,

তবু শেষবেলায় আমি একা,


'যত দিন তার সৃতি যাবো বয়ে,

বিস্মিত হয়ে থাকবে সেও চেয়ে' ||


_


আমি প্রতিরাত, একাকি হয়ে,নিরব বসে,

তোমাকেই ভাববো,

তুমি এসো ভাবনায়,চোখের কান্নায়, 

খুশির হাসি আজ দেখাবো তোমায়,


নিরবতা তোমায় ছাড়বেই ভাবিয়ে,,,,

ভালোবাসা আজ কোনদারে দারিয়ে।


''যত দিন তার সৃতি যাবো বয়ে,

বিস্মিত হয়ে থাকবে সেও চেয়ে' ||


হারিয়ে ফেলেছি, তাকে বোবা ডায়েরিতে।

পাইনা খুজে তাকে কোনো গানেতে।

___সমাপ্ত___

We are Band Epitaph -

  • Vocal - M.A. Nayeem
  • Lead Guitar - Sam Sourav
  • Bass - Rakibul Hasan
  • Rhythm Guitar - Ragib Nihal Pronoy & Md Ahanaf Adil
  • Drums - Md Afif Arman Adib
  • Photographer - Arian Alif Arjha

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে Hariye Felechi lyrics - Epitaph Band ||খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

Post a Comment

Previous Post Next Post