Premey Pora Mon Song By Habib Wahid & Debosrie (Antara) :
- Song : Premey Pora Mon
- Singers : Habib Wahid & Debosrie (Antara)
- Song Composed, Produced & Arranged by Habib Wahid
- Lyrics : Amita Karmoker
Premey Pora Mon song lyrics in Bengali :
হৃদয় মাঝে খুব কাছে কাছে
তোমায় রাখা আছে
এই হৃদয়েরই দরকারে
তোমারই সাথে স্বপ্ন সাজাতে
উদাসী এই মন
খোঁজে তোমায় বারেবারে
ছেড়োনা এ হাত পথে হবো চিরসাথী
থাকো না ছুঁয়ে মন দিন কিবা রাত্রী
প্রেমে পরা মন খোঁজে অকারণ বারেবার
লাগেনা ভালো কেন তুমি দূরে গেলে
জাগেনা স্বপন মনে দুটি চোখ মেলে
তুমিহীনা মন থাকে সারাক্ষণ ভাবনায়
তোমার কথায় হেসে যাই
তোমার ছোঁয়ায় ভেসে যাই
তোমার চোখে খুঁজে পাই আমাকে
চলো না আজ এই নিরালায়
সাজাই স্বপ্নের ঠিকানা দুজনে
গোপনে মনে মনে
তোমাকে ভেবে মনে
দিন গুনে গুনে
ঠিকানাবিহীন কোনো পথে আজ
আমি পাই শুধু খুঁজে আমায় তোমারই ছায়ায়
গভীর মায়ায়