Bhalobashi Na ( ভালোবাসি না ) lyrics || Miraz ||

Valobashi Na ( ভালোবাসি না ) Song is sung by Shahnewaz Chowdhury Miraz.Valobashi Na ( ভালোবাসি না ) lyrics in Bengali written By Eemce Mihad & Shahnewaz Chowdhury Miraz.

Bhalobashi na Song By Shahnewaz Chowdhury Miraz

Song info-

  • Song - Valobashi Na
  • Singer - Shahnewaz Chowdhury Miraz
  • Lyrics & Tune - Eemce Mihad & Shahnewaz Chowdhury Miraz
  • Music Composer - Eemce Mihad
  • Lyrical Video &Thumbnail - Abdul Kader Tuhin


Valobashi Na Song lyrics in Bengali:

তুমি আমার একটাই তুমি 

কেন বুঝলে না

মনের কথা মনেতে রয়

কেন শুনলে না।


এখন আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি না

মিছে মায়ায় নিজেকে আর আটকে রাখি না

যন্ত্রণা তো খুঁজে বেড়াই মিথ্যে শান্তনা...


ভালোবাসি না... ভালোবাসি না... 

ভালোবাসি না তোমায়...

ভালোবাসি না... ভালোবাসি না... 

বেঁধে রাখিনা আমায়...

ভালোবাসি না... ভালোবাসি না... 

ভালোবাসি না তোমায়...

ভালোবাসি না... ভালোবাসি না... 

বেঁধে রাখিনা আমায়...


যদি তুমি আমার হতে 

বুঝতে এই আমায়

কতটা রাত করেছি পার

তোমারই আশায়।


চাপা কান্না বুকে নিয়ে আজো হেসে যায়

ভালো থাকার অভিনয়ে নিজেকে পোড়ায়

তোমার ভালো থাকার মাঝে সুখ খুঁজে যায়।


ভালোবাসি না... ভালোবাসি না... 

ভালোবাসি না তোমায়...

ভালোবাসি না... ভালোবাসি না... 

বেঁধে রাখিনা আমায়...

ভালোবাসি না... ভালোবাসি না... 

ভালোবাসি না তোমায়...

ভালোবাসি না... ভালোবাসি না... 

বেঁধে রাখিনা আমায়...

][..সমাপ্ত..][

Post a Comment

Previous Post Next Post