Jonosrot ( জনস্রোত ) song is sung by Ami Mitra from Amateur Bengali Band.Jonosrot ( জনস্রোত ) Song lyrics by Amateur Band.
Song Info-
- Tittle: Jonosrot ( জনস্রোত )
- Band: Amateur
- Lyrics and Composition : Amateur
- Vocal: Ami Mitra
- Lead Guitar : Aiesharjya Gupta
- Guitar : Shawon Chowdhury
- Bass: Avi Singha
- Play X Drums: Rajesh Chakraborty
- Current Drums: Salim
- Record, Mix and Mastering : Sajid sadat khan(Sj Studio)-
Jonosrot ( জনস্রোত ) lyrics in Bengali:
এই সকালে রোদের নীড়ে
চেনা এই শহরে মুগ্ধতা
ছেয়ে যাওয়া
দূরে তাকিয়ে মনের খেয়ালে
দেখি আমি
রঙের-ছটা,মিষ্টি আভা
জেগে ওঠে সময়ের সাথে
জনস্রোত
এই শহরের বুকে
ক্রমশ ফিকে হয়ে যায়
আমাদের সভ্যতা
চেনা এই শহর
যেন হয়ে যায় অচেনা
ক্রমশ ফিকে হয়ে যায়
আমাদের সভ্যতা
চেনা এই শহর
যেন হয়ে যায় অচেনা.
যান্ত্রিকতা ঘিরে ধরে
মুখশে ঢাকা এই নগরে
বদলে যাওয়া সময়ে
ছুটে চলা
ব্যাস্ততাকে করেছি
নিজের ঠিকানা
বদলে যাওয়া সময়ে
ছুটে চলা
ব্যাস্ততাকে করেছি
নিজের ঠিকানা
জেগে ওঠে সময়ের সাথে
জনস্রোত
এই শহরের বুকে
][..সমাপ্ত..][