Kholam Kuchi Song By Debdeep Mukherjee:
- Song: Kholam Kuchi Title Track
- Web Series: Kholam Kuchi
- Singer: Debdeep Mukherjee
- Music Director: Debdeep Mukherjee
- Lyrics: Debdeep Mukherjee
- Music Label: Uribaba TV
- Music by : Debdeep Mukherjee
- Writer: Soumit Deb & Saurav Palodhi
- DOP: Ankkit Sengupta
- Editor: Pronoy Dasgupta
Pagol Naki (পাগল নাকি) | Kholam Kuchi Title Track | Debdeep | Anindya | Sreya | Saurav | Uribaba
Kholam Kuchi Song lyrics in Bengali:
রামধনু ঢুকে গেলো চোখে,
খোঁপার বাঁধানো ঘাটে আলো;
আমি তো মরেই গেছি কবে!
নেহাত ও বেসেছিল ভালো!
হায়!
ইশারাতে ঠিক বুঝে যাবো ,
কেন এতো যে কথা জমিয়ে রাখো ?
যে যার মনে মাঝে একা একা একা,
ঠিক জুটিয়েছে মনের খোরাকও।
ওহে গৃহবাসী দ্বার খোলো এবার please খোলো !!
নটে গাছটা কি বেঘোরে যে মলো।
শুনি এইটা কেমন কথা হলো ??
আরে তোমার সময় হলে বলো,
টানে আচমকা কী হচ্ছেটা কী??
এই এইবার খেলা গেছে জমে ,
তবু লাগবেনা যজ্ঞে বা হোমে;
আর হাতেখড়ি খাগের কলমে
এখনো তো কত কথা বাকি ।
বোবার শত্রু নেই তাই এই অবেলাতে
এমনিই চুপ করে থাকি ।
যে মিছিলে আমি হাঁটি ;
তুমি এলে মনে হয় ,
আজকে দিনটা খুব Lucky!
পাগল নাকি!! আমিতো করিনি বাবা কিছু ,
পাগল নাকি!! ঘেঁটে তো দেখিনি উঁচু নীচু,
পাগল নাকি!! আমি তো নিইনি কারো পিছু ,
পাগল নাকি!! কে ফালতু যায় Machu Picchu??
পাগল নাকি!! কে মারে দুপাখি এক ঢিলে ??
পাগল নাকি!! শাক দিয়ে মাছ ঢেকে ছিলে !
পাগল নাকি!! ছিপ নিয়ে যাবে কেন চিলে??
পাগল নাকি!! সব কথা গায়ে মেখে নিলে !
পাগল নাকি! আমি সেই যম যার যমের অরুচি ,
চোখ মারলো খোলাম কুচি !!
জ্বর ছাড়লো খোলাম কুচি ,
বাড়ি ফিরলো খোলাম কুচি,
জুতো ছিড়লো খোলাম কুচি,
উড়ে যাচ্ছে খোলাম কুচি ,
করে খাচ্ছে খোলাম কুচি,
কাছে আসছে খোলাম কুচি,
ভালোবাসছে খোলাম কুচি ||
___Related Song___