Mukho Mukhi (মুখোমুখি) lyrics Popeye | GdM9Blog |

Mukho Mukhi Song is sung by Popeye.Mukho Mukhi Song lyrics in Bengali written By Popeye.

Mukho Mukhi Lyrics - Popeye

Song Info-

  • Song: Mukho Mukhi (মুখোমুখি)
  • Vocal: Popeye
  • Lyrics: Popeye
  • Tune: Popeye
  • Guitars By: Saami Ahmed
  • Produced By: Talat Minhaz

Mukho Mukhi (মুখোমুখি) Song lyrics in Bengali:

মন হারায়, প্রেমে ভালোবাসায়

তোমাকে ভেবে অবেলায় 

চায় তোমাকে নিয়ে যেতে হেঁটে

দূরেতে কোনো অজানায়  

যেখানে তুমি আমি শুধু 

আর জোনাকি হাওয়ায়

দেখবো সূর্যোদয় দু'জন

পিছে দলে পাখি গুনগুনায়

শুয়ে রাতে ঘাসে খোলা আকাশে 

দেখবো জোছনা তারা জড়ায়ে সাথে 

মুখোমুখি চেয়ে র'বো চোখে চোখে বলবো যা কথা 

ভাসবে হাওয়ায় অনুভূতি ভরা ভালোবাসা 

ছুটে মন বারেবার তোমারই পিছু 

চোখ নিদ্রা হারা 

দেখা দাও এসে, কোথায় তুমি? 

একা লাগে ভারি তুমি ছাড়া 

চলো বৃষ্টিতে ভিজি দু'জন

ছুঁয়ে রেখে ঠোঁটে ঠোঁটে 

চায় তোমাকে এ বুকে ভীষণ 

মিশে যেতে তোমারই মাঝে 

ধরে হাতে পাহাড় চূড়ায় 

মেঘেদের দেশে হারাবো দুজনা 

পাশাপাশি বসে কথা বলবো ছোঁয়ারই ভাষায় 

হেসেখেলে দিন কাটাবো যতোনা ভালোবাসায়


শুয়ে রাতে ঘাসে খোলা আকাশে 

দেখে যাবো জোছনা জড়িয়ে সাথে 

মুখোমুখি চেয়ে র'বো চোখে চোখে বলবো কথা যতোনা 

মিশে যাবো দুজনে মাঝে দুজনার

][..সমাপ্ত..][

Post a Comment

Previous Post Next Post