Song Info-
● Song: Hariye Tumi (হারিয়ে তুমি)
● Artist : Shamiul Shezan
● Lyric : Shamiul Shezan
● Tune : Shamiul Shezan
● Composition : Shamiul Shezan
● Vocal: Shamiul Shezan
● Mix and mastered by: Shamiul Shezan
● Relaise Date : 2 February 2023
Hariye Tumi ( হারিয়ে তুমি ) Shamiul Shezan lyrics in Bengali:
নেই কিছু আর আমার তোমায় বলার
নিশ্চুপ এ পথ শুধুই রবে আমার
কারনে অকারণে ভাবি তোমায়
সব থেমে গেছে প্রতি অবহেলায়
আজ নেই কোন লেখা গান
কোন সুর তোমার আমার
সেই চেনা পথ হারিয়ে কোথায়
আজ নেই তুমি কথাও
হারিয়ে গেছো দূর অজানায়
আধারিত আজ খুব আপন আমার
সব মুছে আজ তুমি বহুদুরে
সব ভুলে গেছো খব আপন মনে
ঝুম বৃষ্টিতে খুজি তোমায় আমি
খুব আনমনে
শেষ দেখার পথে দাড়িয়ে
আধারে .........
ঘিরে থাকা কষ্টের প্রহর
যেখানে রবে তুমি
চিরতর.........
নিরবে.........
হারিয়ে যে স্মৃতিক্ষণ
তোমাতে মিথ্যে হলেও
বাঁচবে আজীবন
দুরেই আকাশ তোমায়
আজও মন ভরে ডাকে
মেঘও মিছিলে আমি
দাড়িয়ে তোমায় ভেবে
অন্য পথের শেষে
তুমি গেছো হারিয়ে
ফেরারি পথে তুমি
আসবেনা কোনভাবে......
অভিশপ্ত হৃদয়ে বিলাপ করে
শূন্যের রাত
জেনেছি তুমিতো নও আমার
মাত্রই ভাবনা
প্রসারিত ঠোটের পেছনেও
সজীব তার তীব্র আধার
শুধুই রয়েছে দীর্ঘ শ্বাসের আওয়াজ
মিথ্যে হয়ে ছিলে আমার মাঝে
ভুল স্বপ্ন ছিল আমার মনে
ঝুম বৃষ্টিতে খুজি তোমায় আমি
খুব আনমনে
শেষ দেখার পথে দাড়িয়ে
আধারে .........
ঘিরে থাকা কষ্টের প্রহর
যেখানে রবে তুমি
চিরতর.........
নিরবে.........
হারিয়ে যে স্মৃতিক্ষণ
তোমাতে মিথ্যে হলেও
বাঁচবে আজীবন
আধারে .........
ঘিরে থাকা কষ্টের প্রহর
যেখানে রবে তুমি
চিরতর.........
নিরবে.........
হারিয়ে যে স্মৃতিক্ষণ
তোমাতে মিথ্যে হলেও
বাঁচবে আজীবন