Thok (ঠক) lyrics || Popeye || GdM9Blog ||

Thok (ঠক) song is sung by Popeye.Thok (ঠক)  Song lyrics in Bengali written By Popeye.


Thok (ঠক) Song lyrics By Popeye

Song Info-

  • Song: Thok (ঠক)
  • Tune & Lyrics By: Popeye 
  • Music and Engineering By: Grigory Khmyl 

Thok (ঠক) song lyrics in Bengali:

ফুল সেজে ছিলে কাটাই

বুঝিনী এ অবুঝ কভু 

আপন করে দিবে আঘাতই 

ভাবিনি স্বপ্নেও কোনো 

দিয়েছিলে কথা যা না ধর্ম মেনে সবই 

বিবেগ এ প্রশ্নে তোমায় কখনো তুলেতোনি  

হারিয়েছো আমায়, নিজ কাছে নিজেকে বহূ 

ভেঙেছেও আগে হৃদয়, তুমি রাখোইনি কিছু 

আলো হয়ে ছিলে বাদলই 

দেখিনি প্রেমে অন্ধ তবু 

ভালোবাসার এ দিলে সাজাই 

অথচো ক্ষতি করিনি কোনো

ছুটেছি পিছু না ভেবেই যে দিকই দেখিয়েছো 

বাসনা তোমারই নামে খুনই করেছি না কত 

করেছো খুবই আমায়, নিজ চোঁখে নিজেকে নত 

ভেঙেছে আগেও হৃদয়, হয়তোনি চূর্ণ এতো 

করেছো নিস্স আমায় অসহায়ী বড় 

দিয়েছো যে ব্যাথাই, অমরই  রয়েই ক্ষত 

ঠকিয়েছো খুব আমায়, প্রতারণাই না কত 

ঠকিয়েছো খুব আমায়, প্রতারণাই যতো

][..সমাপ্ত..][

Post a Comment

Previous Post Next Post