Hoyni Kokhono Bola Song By Saif Zohan:
Saif Zohan Presents Bangla New Song 'Hoyni Kokhono Bola' from the Bangla Drama/Natok Hoyni Kokhono Bola Starring Irrfan Sajjad and Aisha Khan in lead role.
- Song : Hoyni Kokhono Bola
- Singer : Saif Zohan
- Lyrics : Saif Zohan
- Tune : Saif Zohan
- Music : Shovon Roy
Hoyni Kokhono Bola Song Lyrics in Bengali:
এক পথে খুব চেয়েও
হয়নি কখনো চলা
তোমার আকাশ রোদে ঝলমল
আমার ছিল মেঘলা
ভালোবাসি তোমায় , কতটা যে
হয়নি কখনো বলা
তোমাকে তোমাকে
হয়নি কখনো বলা
ভালোবাসি কত, তোমাকে
হয়নি কখনো বলা
হারিয়েছি , কত শতবার
তোমার চোখের ইশারায়
নিজেকে তাই খুঁজে বেড়াই
বকুলেরই জানালায়
থেমে যাওয়া জীবনে আমার
দিলে তুমি কোন দোলা
তোমাকে তোমাকে
হয়নি কখনো বলা
ভালোবাসি কত তোমাকে
হয়নি কখনো বলা
মনের গভীরে কত কথা
পুষে রেখেছি জমা
এ মন যাকে আপন ভাবে
হয়নি সে প্রিয়তমা
চেয়েছে এ মন ভুলতে তাকে
যায়নি কখনো ভোলা
তোমাকে তোমাকে
হয়নি কখনো বলা
ভালোবাসি কত তোমাকে
হয়নি কখনো বলা..