Sesh Kobita Song By Prithibi Band:
- Song : Sesh Kobita
- Artist : Prithibi
- Song Label : Prithibi
- Lyrics & Composition : Koushik Chakraborty
- Music Arrangement : Prithibi
- Mixed & Mastered By : Koushik Chakraborty
- Director Of Photography : Subham Chakraborty
- Editor & Colorist : Soumalya Mallick
- Ground Production : Wasim Akram
Sesh Kobita Song lyrics in Bengali:
খুঁজে পাওয়া শেষ কবিতা
মরে যায়, প্রতিদিন যেমন মরে
দুঃস্বপ্নের হাত ধরে ।
ফিরে পাওয়া এই জীবন
বেঁচে থাকে, প্রতিদিন যেমন বাঁচে
ফুলের কুঁড়ি ভোরবেলা ।
এই পথে রাখা আমার কত স্মৃতি দুহাত ভরে
কখনও জীবন কখনও মৃত্যু দেখেছি তোমার হাত ধরে ...
ফিরিয়ে নাও মুঠো ভরে
এ জীবন তোমার বেঁচে থাকো আবার
পুড়িয়ে দাও আছে যত প্রমাণ
আজ দিই আজান জীবনের গানে ।
আনকোরা লেখা যত
পুড়ে যায়, প্রতিদিন যেমন পোড়ে
হৃদয়ের আঁচে শান্তি পায় ।
প্রতিবাদী গল্প শেষ
আমি আর বলবোনা কেমন আছো
তুমি বলবেনা আছি বেশ ।
যাবে যদি যাও চলে চাইবোনা কোনো সান্ত্বনা
ছুটি পেলে লিখে যাবো আমার মৃত্যুতে তুমি কেঁদো না ...
ফিরিয়ে নাও মুঠো ভরে
এ জীবন তোমার বেঁচে থাকো আবার
পুড়িয়ে দাও আছে যত প্রমাণ
আজ দিই আজান জীবনের গানে ।
Rap :
এই শহরের আনাচে কানাচে
মনেতে শরীরে লুকোনো দুপুরে
কত কথা বলা বাকী যে তোমায়
কথকতা আজও লিখি যে খাতায়
আঁকাবাঁকা সিঁড়ি সিগারেট ছাই
আমি যে ওড়াই আমি কি যে পাই
শহুরে ইজেলে ধোঁয়াশা ডিজেলে
এসো হে কবি কবিতা সাজাই
মরমিয়া পটে আকাশ এঁকেছি
মাটি ছুঁয়ে তার ছায়াও মেখেছি
মানুষের ভিড়ে তবু বুক চিরে
বারবার কেনো আসোনি প্রেয়সী
তোমার জন্য রাখা আছে যত
কবিতার স্তুপ তুমি নিশ্চুপ
পাশে শুয়ে আছো সাজিয়ে আমার
বিদায়বেলার শেষ কবিতা ।।
Sesh Kobita | Prithibi Bengali Band | Official Music Video HD
Band lineup-
- Koushik Chakraborty : Vocals
- Arunangshu Bagchi : Guitar
- Deep Ghosh : Bass Guitar & Backing Vocals
- Debangshu Bhattacharjee : Guitar
- Deepayan Maitra : Keyboard & Backing Vocals
- Aniruddha Mondal : Drums & Rap