Jodi Chao song by The Shadows Band:
Jodi chao song is sung by Tanmoy sarkar from The shadows Bengali Band.Jodi chao song lyrics in Bengali written by Tanmoy Sarkar.
- Song: Jodi Chao
- Artist: The Shadows
- Lyrics & Composition: Tanmoy Sarkar
- Music Arrangement: The Shadows
- Recorded, mixed & Mastered - Sayan Das ( MOON LITE Recording Studio )
- Keyboard : Sayan Das
- Bass: Pritam Dey
- Director Of Photography: Debasish Dutta (Deb)
- Cinematography & Video edit: Debasish Dutta (Deb)
- Album art : Coverman Abhibrata Sarkar
■ Band Members:
- Tanmoy Sarkar: Vocals
- Abhirup Bhattacharya (Abby): Guitar & Backing Vocals
- Partha Sarathi Das: Guitar
- Tirthankar Roy: Drums
Jodi Chao Song lyrics in Bengali:
এক তুচ্ছ গোলাপ কি প্রয়োজন ?
অনুভবে ব্যাকুল আয়োজন
ইচ্ছে হলে দেবো পাড়ি
থাকবে না কোনো বাড়াবাড়ি
তুমি তাও কোনো বলো না ?
দৃষ্টি কোনে এতো ছলনা
যদি চাও দুহাত ধরে
রাখবো তোমায় নিজের করে
যদি চাও ..
কংক্রিটে ঘেরা শহরতলি
খুঁজে নিয়ে আমি পথ চলি
জড়াজীর্ণতা বুকের মাঝে
তবু বেঁচে থাকা রাজার সাজে
তবে যাবে কি দূর ওই দেশে
থাকবো এক সাথে
খোলা জানালায় ঘুমহীন চোখে
জেগে কেন মাঝ রাতে
যদি চাও
নেশা নেশা লাগে শরীর জুড়ে
আড়াল করেছি চাদরে মুড়ে
কি যে উল্লাসে কড়া নেড়ে
অংক মেলেনি তাই গেছি হেরে
তবু ভুল করে কথা হয়ে বেঁচে
আছি দেখো সেই গানে
ছিনিয়ে অধিকার ভরিয়ে দিয়েছো
তুমি যন্ত্রণারই দানে
যদি চাও...