Warfaze - Ma Song Lyrics:
Ma Song is sung By Babna Karim from Warfaze Bengali Band.Ma Song lyrics in Bengali written By Nayeem Gahar.
- Song : Ma
- Band : Warfaze
- Tune and voice by Babna Karim
- Written by Nayeem Nayeem Gahar
- Produced, arranged and performed by Warfaze
- Video edit and animation by Tunan (Loyy AudioVisuals)
- Audio Engineering: Samir Hafiz (Holy Lane Studios)
- Label: Loyy Records
Ma Song Lyrics in Bengali:
আমার মায়ের নির্ঘুম রাত
একা একা কথা বলে
শূণ্য বুকের এই দীর্ঘ নিঃশ্বাস
রাতের তারায় প্রদীপ জ্বলে । ।
আমার মায়ের হাতের ছোঁয়ায়
সাজানো কত বাগান ছিলো
সেই রাতে এক হিংস্র হায়েনা
এলোমেলো করে দিল
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে । ৷
রাতের রক্ত দিনের আলোয়
বিদ্রোহ হয়ে জেগে ওঠে
স্বাধীনতা নামের রক্ত সূর্য
মায়ের আঁচল ছায়
তবুও মায়ের এই স্বজল নয়ন
উদাস হয় উদয়াচলে ৷ ৷