JODI ( যদি ) song by Art Of Heaven:
- Song Name: JODI
- Band: Art Of Heaven
- Vocal and guitar: Jahidul Alam Hemel
- Bass: Mahtab Hossain
- Drums: Arman Hossain Shakil
- Guitar : Tushar Shuvro
- Mix and master: Bakhtiar Hossain
- Direction, Edit & Color: Jahidul Alam Hemel
- DOP: Sanaul Fahad
- Cast: Art Of Heaven
- Artwork: Kazi Shahriar Ahmed
- Lyric: Jahidul Alam Hemel & Arman Hossain Shakil
Jodi Song lyrics in Bengali:
যদি একদিন দেখ তুমি,
হারিয়ে গেছি আমি।
পড়বে কি মনে তোমার?
আমায় নিয়ে যত স্মৃতি।
যদি একদিন দেখ আবার,
ফিরে এসেছি আমি,
বাঁধবে কি স্বপ্ন তুমি, আমায় নিয়ে আবার। কোথায় তুমি? কোথায় আমি?
স্বপ্ন গুলো কোথায় যেন,
কোথায় যেন পড়ে আছে, অতৃপ্ত হয়ে..
কোথায় তুমি?
কোথায় আবার খুজব তোমায়..
কোথায় তোমায় খুজব আমি?
এই পীচ ঢালা শহরে,
কোথায় তোমায় পাবো আমি,
আমার ক্লান্তি শেষে?
কোন এক মাঝরাতে তোমার ঘুম ভাঙিয়ে,
যদি বলি কানে কানে তোমাকে ভালোবাসি।
তখন তুমি কি রেগে যাবে কি
নাকি চোখের ঘুম তারিয়ে, হাসবে মুচকী হাসি।
কোথায় তুমি?কোথায় আমি?
স্বপ্ন গুলো কোথায় যেন,
কোথায় যেন পড়ে আছে, অতৃপ্ত হয়ে..
কোথায় তুমি?
কোথায় আবার খুজব তোমায়..
কোথায় তোমায় খুজব আমি,
এই পীচ ঢালা শহরে?
কোথায় তোমার পাবো,
আমি আমার ক্লান্তি শেষে?