Shorbonash Lyrics - Nobel Mahmud & Shuvo Hamim

Shorbonash Song By Nobel Mahmud X Shuvo Hamim:

Shorbonash Song Is Sung By Nobel Mahmud X Shuvo Hamim.Shorbonash Song lyrics in Bengali written By Nobel Mahmud / Meghdut Ali.


  • Title : Shorbonash
  • Artist : Nobel Mahmud X Shuvo Hamim
  • Lyrics : Nobel Mahmud / Meghdut Ali
  • Rap Lyrics : Shuvo Hamim
  • Music Producer : Hactix 
  • Mix & Master : OTG Workstation 
  • Label- Maheshwari Visuals


Shorbonash Song Lyrics in Bengali:

আমার সর্বনাশে যেন স্বর্গ হাসে,

আমি বাঁচি তোমারি অভিশাপে।

আমার হাতের আঙ্গুলের প্রতি ভাজে,

জানি তোমারি তো নাম লেখা আছে। 


তোর জীবনে তো আমি আর নাই,

অশ্রু ভাসি আমি কান্নায়। 

তোর জীবনে তো আমি আর নাই,

তাও কেন তোরে আমার পাশে চাই।


জীবন নামের এই যন্ত্রনায়, আমি জানি।

আমি বড়ই অসহায়, আমি মানি।

কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি।

তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি।


তোর জীবনে তো আমি আর নাই,

অশ্রু ভাসি আমি কান্নায়।

তোর জীবনে তো আমি আর নাই,

তাও কেন তোরে আমার পাশে চাই।


জীবন নামের এই কল্পনায়, আমি জানি।

আমি বড়ই অসহায়, অভিমানি।

কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি।

তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি।


দুই বাক্যের শব্দ খুজতে গেলেই মনটা জব্দ সুখ!

না পাওয়া শান্তি খুজে বেড়াই করি লড়াই খুব।

কি যে এক যন্ত্রনা মনরে বলি সবই কল্পনা।

বিবেকে বাঁধে আবেগকে দিতে শান্তনা।

খুজে যাই তাকে শুধু দূরে কে যে রাখে,

আমায় ভুলে যাবি যা।

তবু কেন মিছে মায়া দেখিয়ে স্বপ্ন গুলো ভেঙে চূড়ে,

নীল আকাশ বহুদুরে।

চোখে তে দিলি কাজল স্মৃতির পাতা গুলো পূড়ে।

দিয়েছো তাড়িয়ে তবু এখনো দাড়িয়ে।

বুঝেছি হাড়িয়ে, করেছি ভুল হাতটি বাড়িয়ে।

চাইছি যেতে ভুলে আমি স্রোতেরি অনুকূলে।

কি যে এক মায়ার টান তোর কোকড়া বেনি চুলে।

যদি কোনো এক রাত চাঁদের পাশে তারা দেখে,

আমার মুখটি তোমার চোখে ভেসে ওঠে।

আমার অশ্রু গুলো আজ তোমায় কাদায়, আমার লেখা কবিতা তোমায় হাসায়।

তবে প্রিয়তমা তুমি ভেবনা, আমি আছি।

ছায়া হয়ে, বাতাসেরই মায়া হয়ে।


তোর জীবনে তো আমি আর নাই,

অশ্রু ভাসি আমি কান্নায়। 

তোর জীবনে তো আমি আর নাই,

তাও কেন তোরে আমার পাশে চাই।


জীবন নামের এই যন্ত্রনায়, আমি জানি।

আমি বড়ই অসহায়, আমি মানি।

কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি।

তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি।

Post a Comment

Previous Post Next Post