Ami Ek Champakoli x Kon Se Para Song By Mc Mugz x Sabina Yasmin:
Ami Ek Champakoli x Kon Se Para song lyrics in Bengali:
][Voice: Sabina Yasmin][
ওকে বলো, আমি এক চম্পাকলি
রেশমিজড়ানো এক ফুলের রাণী..
ওকে বলো, আমি এক চম্পাকলি
রেশমিজড়ানো এক ফুলের রাণী..
মাথায় করে রাখতে হবে,
অভিমান সইতে হবে।
][Voice: Mc Mugz][
ও, কথা হুনলে চোখে দেখবেন অল্লি-গল্লি
পুরান ঢাকার চ্যাঙরা পোলাপাইনগো যত ছল্লি-বল্লি
উই, যাই করলি ভালা করলি, টাল্লি-বাল্লি চাম্পাতলি
কানাগলি, নিমতলি, ভূতেরগলি
বেইলিরোডের snooker-এরতে,
দয়াগঞ্জের sugar-এতে
চালু যাইবেন Uber-এতে
রাস্তাঘাটের hooker-এতে
রথখোলা থিকা সোজা বটতলা woofer-এতে
নিউমার্কেটের সুপারে না কলাবাগান ঘুপারেতে
আমতলী, জামতলী, চাঁনপুরের বেলতলী
ঠিক-ঠিকানা কোনসে থানা?
হক্সবাজার, কলাতলী
ফেনী থিকা নোয়াখালী, গাজীপুরতে খামারবাড়ি
চলছে গাড়ি যাত্রাবাড়ী, Mitford-তে নোয়াববাড়ি
চানখাঁরপুল আর বাগিচাতে, নতুনরাস্তা বালুরঘাটে
(That's right)
কায়েতটুলি, মাহুতটুলি, টিকাটুলি,সোয়ারীঘাট
নীলক্ষেততে ঢাকেশ্বরী, উর্দু রোড আর সদরঘাটে
পলাশীরতে কসাইটুলী, পঁচাশিরতে চান্দিরঘাটে..
][Voice: Sabina Yasmin][
বল আমার পুতলি,
তোর মনে আছে কি আশা
বুঝে নিয়েছিস তোকে,
মন হবে তোর রাজা
মাথায় করে রাখতে হবে,
অভিমান সইতে হবে।
][Voice: Mc Mugz][
007 হইসে আমগো রনির বুড়িরবাড়ি
তামক টাইনা পানি মাইরা slice কইরা ছুরি মারি
কই? ভাঁজাপোড়া, আলুরচপ আর পুরি-পারি
সন্ধ্যাবেলায় bike-এ চইরা পোলাপাইন সব ঘুড়ির গাড়ি
বেগমবাড়ি, শিববাড়ি, গোপবাড়ি dope মারি
কাপড় লইয়া পারাপারি, গোসল কইরাই তালা মারি
কলটিপা গল্লিরতে পাকিস্তান মাঠ, আলাবাড়ি
খালাতো ভাই মালয়েশিয়া, বকশীবাজার খালার বাড়ি
এইডা মামু ঢাকা, পোলাপাইন সব খা-খা
মুরগী গিলি হাঁকা, আমগো ঈদের রাস্তা ফাঁকা
রাস্তা আঁকাবাঁকা উপ্রে ঘোড়া গাড়ির চাকা
তলে পোলাপাইন কয়, “কাকা, আমরা টাকার ক্ষেত্রে পাঁকা”
৩০ দিনে রোযা, ৪০ দিনে চিল্লা কইরা
নাজিরাবাজারে যাইয়া খাইবেন বিসমিল্লাহ
শাহবাগের জাদুঘরতে লালবাগের কিল্লা (Say what?)
মিল্লা-ঝিল্লা সবটি direct কুমিল্লা..
][Voice: Sabina Yasmin][
ওকে বলো, আমি এক চম্পাকলি
রেশমিজড়ানো এক ফুলের রাণী..
মাথায় করে রাখতে হবে,
অভিমান সইতে হবে।