Ochena Song by strokes Band:
Ochena Song is sung by Nairit karmakar from Strokes Bengali Band.Ochena Song lyrics in Bengali written by Nairit Karmakar.
- Song- Ochena ( অচেনা )
- Singer- NAIRIT KARMAKAR
- Bans- Strokes
- LYRICS- NAIRIT KARMAKAR AND RISHU CHOWDHURY
- COMPOSER - NAIRIT
- ARRANGEMENT- NAIRIT
- KEYBOARD- KAUSHIK NATH
- DRUMS- AJ Shadow
- ELECTRIC GUITARS-NAIRIT
- BASS-NAIRIT
- ACOUSTIC-NAIRIT
- BACKING VOCAL - , APARNA SINGHA , NAIRIT ,RISHU CHOWDHURY
- MIX & MASTER- SOURAV DA
- RECORDING STUDIO - STUDIO CREATIVE
- VIDEO & ART- MAINAK BISWAS, APARNA SINGHA
Ochena song lyrics in Bengali:
সেই তুমি কেন অচেনা
আমার চোখের নেশায়
সেই তুমি কেন অপ্রিয়
আমার নিঃশব্দতায়
চলেছি কোনো শূন্যতায়
অচেনা রাস্তায়
ভেবেছি এক কল্পনা
ফিরবো না
আর ফিরবো না
এখন অনেক পথ পেরিয়ে
চলে এসেছি একা.....
থাকবো না আর এই শূন্যতায়
ভাববো না তোমার কথা
এখন অনেক পথ পেরিয়ে
চলে এসেছি একা..........
থাকবো না আর এই শূন্যতায়
ভাববো না তোমার কথা
আমার লেখা কত গানে
না জানা কত অভিমানে
আমি চেয়েছি তোমায়
শুধু চেয়েছি তোমায়
তবু পায়নি তোমায়
অসময়ে.......
তাই চলেছি কোনো শূন্যতায়
অচেনা রাস্তায়
ভেবেছি এক কল্পনা
ফিরবো না
আর ফিরবো না
তাই চলেছি কোনো শূন্যতায়
অচেনা রাস্তায়
ভেবেছি এক কল্পনা
ফিরবো না
আর ফিরবো না
চলেছি কোনো শূন্যতায়
অচেনা রাস্তায়
ভেবেছি এক কল্পনা
ফিরবো না
আর ফিরবো না
চলেছি কোনো শূন্যতায়
অচেনা রাস্তায়
ভেবেছি এক কল্পনা
ফিরবো না
আর ফিরবো না