Jodi (যদি) lyrics Vikings ft. Brinty || Gd-m9 ||

Jodi song is sung by Tonmoy Tansen From Vikings Bengali Band.Jodi Song lyrics in Bengali written By Tonmoy Tansen.
Jodi (যদি) lyrics Vikings ft. Brinty || Gd-m9 ||Song Info-

  • Song: Jodi ( যদি )
  • Vocals: Tonmoy Tansen
  • Guitar: Faruque Hossain Shuvo
  • Guitar: Azmain Adil
  • Bass: MD Ziauddin Shopan
  • Drums: Meta Music
  • Synth: Mahbub Chowdhury

  • Jodi ( যদি ) Song lyrics in Bengali:

    এবার যদি দেখা হয়,
    জানি রাতজাগা চোখ লুকোবে...
    আবার যদি হাঁটা হয়,
    তুমি কি আঙ্গুল-আঙ্গুল ছোঁয়াবে ?
    যদি জমে জল,
    দুচোখ মুছে বল,"এতদিন কেমন ছিলে ?"
    এবার যদি দেখা হয়,
    জানি কথা এ পথ হারাবে...
    আবার যদি বাসা হয়,
    ভালোটা তুমিই নাহয় জোড়ালে !
    যদি মনে হয়,
    এভাবে শেষ নয়...
    বলোনা কিভাবে ছিলে ?
    একবার যদি দাঁড়াতে,
    বাড়াতো পা তোমায় থামাতে !
    একবার যদি মানাতে,
    আমিও থেমে যেতাম
    নীরবে...
    আবার যদি দেখা হয়...
    স্মৃতিকাটা ঘরে আজ
    যত ধূলোয় মিশে,
    কতবার..কতবার !
    আমি তোমাকে ছুঁই...

    জমে-পুড়ে-ছিঁড়ে আজ
    শত বিষাদ শেষে,
    কারণে-অকারণে আমি
    তোমারই রই !
    যদি জমে জল,
    দুচোখ মুছে বল,"কিভাবে এভাবে ছিলে ?"
    একবার যদি দাঁড়াতে,
    বাড়াতো পা তোমায় থামাতে !
    একবার যদি মানাতে,
    আমিও থেমে যেতাম...
    একবার যদি দাঁড়াতে,
    বাড়াতো পা তোমায় থামাতে !
    একবার যদি মানাতে,
    আমিও থেমে যেতাম নীরবে...
    ভালোবাসি যারে........

    ][..সমাপ্ত..][

    Jodi ( যদি ) Vikings ft. Brinty I Slowed & Reverbs। Gd-M9।


    Post a Comment

    Previous Post Next Post