Antoatta Song lyrics By Gontobbas Band:
Antoatta(অন্তঃআত্মা) is a first track from Gontobbos first Album “Antoatta”.Antoatta Song is sung By Ayeas Faysal.Antoatta Song lyrics in Bengali written by Ayeas Faysal.
Antoatta Song Lyrics in Bengali:
এই রাতের-ই আকাশে এসেছিলে তুমি
নিঝুম বিকেলে ডেকেছিলে তুমি
প্রভাতে রেখেছো আমায়
নিঃস্ব করেছো হায়
ছলনাতে
তোমায় খুঁজে পাই অন্তঃআত্মায়
চলে গেলে ছেড়ে একা আমায়..
কেন?.... কেন?.......
কেনো চলে গেলে তুমি
আমাকে ফেলে একা
হবে এই দেখা পরকালে
চলে গিয়ে একা
দিয়েছ শুধু ব্যথা
কি পেলে তুমি অবশেষে
অবশেষে
অন্তঃআত্মা থেকে চেয়েছিলাম তোমায়
চলে গেলে এভাবে অবেলায়
ভুল কি ছিল আমার.. বোঝাতে তোমায় ভালবাসি আমি শুধুই তোমায়।
প্রভাতে রেখেছো আমায়
নিঃস্ব করেছো হায়
ছলনাতে
তোমায় খুঁজে পাই অন্তঃআত্মায়
চলে গেলে ছেড়ে একা আমায়..
কেন?.... কেন?.........
চোখ পরলেই দেখি তোমার ই ছায়া
হয়েছিলো দেখা আমাদের
খুজে ছিলাম তোমায়
মরি অন্তঃআত্নার মাঝে
কোথায় চলে গেলে ছেরে আমায় একাকী
ব্যথা পেলে খোজো আমায় একাকী
জানি ভালোবাসবে না
মনে আমায় করবে না
আর দেখা হবে না এই সন্ধ্যায়
মনে পরলেই দেখো আমার ই ছবি আমি আজও আছি তোমার অপেক্ষায়
প্রিয় তুমি ...ভালোবাসি শুধুই তোমায়
তুমি ছিলে তুমি আছো
আমার অন্তঃআত্নায়!