THEKO TUMI Song By Mizan Rahman:
THEKO TUMI song is sung by mizan rahman.THEKO TUMI (থেকো তুমি ) song lyrics by Razu Choudhury (Florida).
- Song : THEKO TUMI (থেকো তুমি )
- Singer : MIZAN RAHMAN
- Lyrics : Razu Choudhury (Florida)
- Tune & Music : Amzad Hossain
- Language : Bangla
- Label : Shabdo Karigor
THEKO TUMI (থেকো তুমি ) song lyrics in Bengali:
চাইনি আমি বেশি কিছু
সুখে-দুখে থেকো তুমি
আমারি স্বপ্নের হাত ধরে
চলা যেন অন্য ভুবনে
হারিয়ে পাওয়া আরেক জীবন আরেক জীবন
চাইনি আমি বেশি কিছু থেকো তুমি আমারি পাশে
লা লা লা লা
শেষ বিকেলে দাঁড়িয়ে
সমুদ্র কিনারে হারিয়ে
খুঁজেছি সান্তনা
একাকী প্রতিবার
তুমিও এখন ইতিহাস
বিবর্ণ সময়েরই ঘরে
আত্মগোপন করেছে আমার
অবাক ভালোবাসা
হারিয়ে পাওয়া আরেক জীবন আরেক জীবন
চাইনি আমি বেশি কিছু থেকো তুমি আমারি পাশে
বারে বারে ইচ্ছে করে আবারও
পাশে এসে খুজি তোমার স্পর্শ
ভয় ছিল না কোনরকম বিশ্বাসে
জাপটে ধরে ছিলে যেন নিঃশ্বাসে