Biprotip (বিপ্রতীপ) Song By Artcell Band:
Biprotip song is sung by George Lincoln D'Costa from Otritio Album 2023.Biprotip song lyrics in Bengali written By Ishtiak Islam Khan & Saef Al Nazi.
- Song : Biprotip (বিপ্রতীপ)
- Vocals & Guitars : George Lincoln D'Costa
- Lyrics : Ishtiak Islam Khan & Saef Al Nazi
- Lead Guitar : Iqbal Asif Jewel and Kazi Faisal Ahmed
- Bass : Saef Al Nazi Cézanne
- Drums : Kazi Shazzadul Asheqeen Shaju
- Band : Artcell
- Tune & Music : Artcell
- Album : Otritio
- Release Date : 09-03-2023
- Language : Bangla
- Label : G Series
Biprotip song lyrics in Bengali:
শত ব্যথায় ঢাকা ক্ষত
অবিশ্বাস মোড়া নিঃশ্বাস যত
স্মৃতিগুলো সব মৃত্যুর মত
ঘনিয়ে আসে
বিগত জীবনের মত
ভুলে গড়া ভুলের বহর
এড়াবে কে হেলায় প্রহর?
প্রেরণারা জীবনের ভিড়ে
ক্ষয় হয়ে
হারানো তোমাকেই খুঁজে ফিরে
তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি
স্মৃতির মতই ধূসর যথারীতি
একাকী সরে যাওয়ার
এ ভয়ে কাটে সময়
হয়তো কোনদিন আসবে
শিশির ভেজা ঘাসে
তোমার স্মৃতির ছাঁয়ায়
আঁধার শহরের স্বপ্ন
আমাদের অভিমান ভোলায়
রোদ ফিকে হয়ে যায়
মিথ্যে মনে হয় সব পারাপার
বোকা রাত জেগে রয়
ঠিক, ভুল মনে হয় আবার
স্মৃতি একা পরে রয়
মনের স্তব্ধতার এই আঁধারে
আলো জ্বলে নিভে যায়
বোকা সময় কোন ধাঁধায়
আজও হাঁটি সে পথে মানুষের ভিড়ে
তোমারই খোঁজে
বিষণœ খাতায়
ছেঁড়া মলাটে মোড়ানো
ভালোবাসার ভাঁজে
তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
হেঁটে ফিরি কোন আশায়
শত স্মৃতির আবর্জনায়
...অজানায়