Tumi ki Amay Khojo ( তুমি কি আমায় খোঁজো ) lyrics || Reaz Hakkani ||

Tumi ki Amay Khojo Song lyrics by Reaz Hakkani:


Tumi ki Amay Khojo Song lyrics by Reaz Hakkani


  • Song: Tumi ki Amay Khojo?

  • Lyric and Tune : Reaz Hakkani

  • Vocal and Guitar: Reaz Hakkani & Aynus Tazwar

  • Guitar : Aynus Tazwar

  • Bass : Md Munirul Azam (Zayed)

  • Music arrangement : Aynus

  • Audio production : Aynus Tazwar (Studio Baksho )


Tumi ki Amay Khojo? Song lyrics in Bengali:


তুমি কি আমায় খোঁজো


খোঁজার মতন,


তুমি কি আমায় বোঝো


বোঝার মতন ।


তুমি কি আমায় চাওনা


আমি তোমারই হবো,


তুমি কি বলও চাওনা


এ গান শোনাবো।


তুমি কি আমায় ভালোবাসো, আমার মতন,


তুমি কি আমায় ভালোবাসো না , তোমার মতন।



তুমি কি বলও আসবে, যদি দুহাত বাড়াই


তুমি কি বলও খুঁজবে, যদি হঠাৎ হারাই


তুমি কি আমার মনে, বলও একাই থাকো?


তুমি কি আমার মনের বারান্দার দরজা বন্ধ রাখো ?


তোমার আমার প্রেম, রটিয়ে যাবে ঐ মেঘের দেশে,


তুমি আসবে বলে আজ ফোটেনি তো ফুল,


পাতা ঝরেনি আসবে তো ?


তুমি কি আমায় ভালোবাসো, আমার মতন,


তুমি কি আমায় ভালোবাসো না , তোমার মতন।



Hakka - Tumi ki Amay Khojo? (তুমি কি আমায় খোঁজো) | Aynus Moholla | Official Lyrical music video|


Post a Comment

Previous Post Next Post