Amar Dike Takiye Shey ( আমার দিকে তাকিয়ে সে ) lyrics - Ashes Band || Zunayed Evan ||

Amar Dike Takiye Shey Song Is Sung by Zunayed Evan From Ashes Band.Amar Dike Takiye Shey Song Lyrics in Bengali written By Zunayed Evan.

Amar Dike Takiye Shey Song By Ashes Band


Song info-

  • Song : Amar Dike Takiye Shey ( আমার দিকে তাকিয়ে সে )
  • Band: Ashes
  • Vocal : Zunayed Evan
  • Lyrics : Zunayed Evan 
  • Tune : Zunayed Evan

Amar Dike Takiye Shey lyrics In Bengali :

আমার দিকে তাকিয়ে সে আমাকে না

অন্য কাউকে দেখতো,

আমাকে ধরে সে আমাকে না,

অন্য কাউকে ধরতো,

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো...

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো...


আমাকে পাশ কাটিয়ে 

তুমি যাহারে, ভালোবেসেছিলে..

সে কি আমার চাইতে বেশি, তারা গুনতো..?

নাকি আমার চাইতে বেশি, কবিতা লিখতো..?

নাকি আমার চাইতে বেশি, ভালোবাসতো....?


আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো..

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো...


আমাকে পাশ কাটিয়ে 

তুমি যাহারে, ভালোবেসেছিলে,

সে কি আমার চাইতে বেশি, ব্যাথা লুকাতো?

নাকি আমার চাইতে বেশি, কেঁদে ছিল খুব?

নাকি আমার চাইতে বেশি, ভালোবাসতো...?


আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো,

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো। 


যদি ভালোবাসতে, এই আমাকে 

জলোচ্ছাস বয়ে যাবে,

তোমাকে আজ খুব দারুন লাগছে

আকাশের তারারা ডিপ্রেশনে,

তোমাকে আজ খুব ছারখার লাগছে ও....

তোমাকে আজ খুব দারুন লাগছে

আকাশের তারারা ডিপ্রেশনে...

তোমাকে আজ খুব ছারখার লাগছে ও...


আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো...

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো...

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো...

আসলে সে আমাকে না

অন্য কাউকে ভালোবাসতো...

][..সমাপ্ত..][

Post a Comment

Previous Post Next Post