Chaka ( চাকা ) lyrics - Rupok Band

Chaka Song Is Sung By Ashraful Shakil from Rupok Band.Chaka Song Lyrics in Bengali written By Abidul Haque Himel.



Chaka lyrics - Rupok Band

Song info-

  • Song : Chaka
  • Lyric : Abidul Haque Himel
  • Tune & Composition : Rupok
  • Band : Rupok
  • Recording & Audio Production : Ankur Paul
  • Drums, Mixing & Mastering : Raef Al Hasan Rafa (Studio Hotbox)


Chaka Song lyrics in Bengali:

ঘুরছে চাকা,চলছে গাড়ি 

ছুটছি অবিরাম 

ছুটছি আমি আমার মতো

চলছে জীবন 


এক নিমিষেই কাছে সবই

এক নিমিষেই গুম 

জীবন আমার হচ্ছে কেন স্বার্থবাদী খুব.....


হায় জীবন খেলছো কেনো

আর তো পারছি না

তোর কাছেই স্বার্থ সবই

আমি কিছুই না......


হারতে হারতে ক্লান্ত আমি 

জানি জিতব না

জানি জিতব না


তবু কেনো ইচ্ছে গুলো 

হারতে রাজি না

হারতে রাজি না 


ভাঙ্গা কাঁচের মতো 

এখন স্বপ্ন ভাংছে রোজ

মেঘে ঢাকা আমার আকাশ

চাই একটু রোদ


হায় জীবন খেলছো কেনো

আর তো পারছি না

তোর কাছেই স্বার্থ সবই

আমি কিছুই না

][..সমাপ্ত..][

Line Up on this track :

  • Vocal : Ashraful Shakil 
  • Guitars : Musharrof Shishir & Avrojyoti Datta 
  • Bass : Sayantan Dutta Abhik
  • Special Appearance : Symon GH (Guitar)

Post a Comment

Previous Post Next Post