Jaroj ( জারজ ) lyrics - Kaaktaal

Jaroj ( জারজ ) is sung by Aia Lemonsky From Kaaktaal Bengali band.Jaroj ( জারজ ) Song lyrics in Bengali written by Aia Lemonsky From Kaaktaal Bengali band.

jaroj lyrics - Kaaaktaal


Song Info -

  • Song: Jaroj
  • Band: Kaaktaal
  • Vocal: Aia Lemonsky
  • Lyrics: Aia Lemonsky
  • Tune: Aia Lemonsky
  • Voice Arrangement : Aia Lemonsky
  • Flute : Nazm Anwr
  • Bass: Riddho

Jaroj Song Lyrics in Bengali:

হাতজোরে অনুরোধ যাও ঘরে ফিরে 

মৃদু যন্ত্রণা বোধ চেপে অনাদরে 

ষড়যন্ত্রের মন্ত্রণায় সন্দিহান মগজ

মর্মান্তিক দূর্দশা সব ঘরে ঘরে

আত্মসমর্পণ অবহেলা ভয়ে 

ছিনিমিনি খেলা পরিকল্পনায়

ডুবে কতিপয় জারজ


আহা রাগ মুখোশে 

ঢেকে থাক 

স্পর্শকাতর ব্যর্থতায় পড়ে নড়বড়ে পাজর 

আহা লাশ বেরসিক উপহাস 

 

দেখো পথ বিপথে সবার গায়ে সাদা কাফনের কাপড়।

আর কত চোখে আলো নিভে গেলে 

আমাদের চোখে জ্বলবে আগুন

আর কত চোখের নোনা জলের তোড়ে

ভাঙবে নিরাশার দেয়াল


আর কত চোখের আলো নিভে গেলে 

আমাদের চোখে জ্বলবে আগুন

আর কত চোখের নোনা জলের তোড়ে

ভাঙবে নিরাশার দেয়াল


বুক ভাঙ্গা সব গল্প জমে 

আঁধার ভাঙ্গার সুর তুলেছে 

অজুহাতের লাগাম ছেড়ার শব্দ শোনা যায় 

অনেক আঁধার অনেক বাঁধা 

অনেক পিছুটান 

হারিয়ে যাবার আগে হার মানা নয়

মানুষের পরিচয়


আর কত চোখের আলো নিভে গেলে 

আমাদের চোখে জ্বলবে আগুন

আর কত চোখের নোনা জলের তোড়ে

ভাঙবে নিরাশার দেয়াল

আর কত চোখের আলো নিভে গেলে 

আমাদের চোখে জ্বলবে আগুন

আর কত চোখের নোনা জলের তোড়ে

ভাঙবে নিরাশার দেয়াল

ভাঙবে নিরাশার দেয়াল

][..সমাপ্ত..][


Post a Comment

Previous Post Next Post