Mayabi Raat ( মায়াবী রাত ) lyrics - Highway

8th (Last) Song Mayabi Raat Song is sung by Aether from Mrito Deher Gaan Bengali Album.Mayabi Raat Song lyrics in Bengali written by Aether From Highway Bengali Band.

Mayabi Raat মায়াবী রাত lyrics,  highway band song lyrics,

  • Song: Mayabi Raat
  • Vocal: Aether
  • Album: Mrito Deher Gaan
  • Band: Highway
  • Composition: Aether

Mayabi Raat Song lyrics in Bengali:

এই রাত মায়াবী রাত..

এই পথে আছে জাদু..

এই চাঁদ একা, হয়েছে..

তোমায় আমায় সঙ্গ দেবে বলে (এই....)।


দূরে... যা আছে, আধারে... লুকিয়ে আছে...

সবুজ.. যা আছে অদূরে কুয়াশায় ঘুমিয়ে গেছে..

তোমায় আমায় সঙ্গ দেবে বলে (এই....)


থেমে... ছিল যে জড়তা

এ রাতের শীতল সুভাষে হেড়ে গেছে..

চঞ্চল হাওয়া, সে ঠিকানা ভুলে

তোমার চুলে লুকিয়ে আছে

তোমায় আমায় সঙ্গ দেবে বলে (এই...)


এই রাত মায়াবী রাত

এই আধারে আছে জাদু

এই পথ ঠিকানা ভুলে যাক

এই সময় থেমে যাক

এই চাঁদ একা, হয়েছে

তোমায় আমায় সঙ্গ দেবে বলে (এই....)

][..সমাপ্ত..][

Post a Comment

Previous Post Next Post