Song Info-
- Title: Love Circus (লাভ সার্কাস)
- Band: Metrolife
- Album: Diprohor (দ্বিপ্রহর)
- Lyrics: Mehedi Hasan Ayon
- Tune and Composition: Metrolife
- Vocal & Melodica: Mehedi Hasan Ayon
- Guitars: Eshan Dhrubo, Zunaed Hossain Niloy
- Bass: Moniruzzaman Maruf
- Drums: Shovon Ashraf
Love Circus (লাভ সার্কাস) song lyrics in Bengali:
তুমি কি নীল আকাশ ছোঁয়ার মতো?
রৌদ্রতাপে যায়না যে তাকানো
ক্যালেন্ডারে লাল রঙা কোন তারিখ
ছুটিরঘণ্টা, আনন্দ মাখানো!
তুমি কী কোন ক্লান্ত ক্যাফেটেরিয়া
কফির কাপে সুখ খোঁজার বাহানা,
ভাড়াটে বাড়ির রঙচটা বারান্দা...
বোতলবন্দী স্বপ্নের কারখানা।
শহরজুড়ে শুধু তোমার গান
আর আমি শুধু বাতিলের খাতায়
ডায়েরিতে আমার আছে সবই
শূন্য শুধু তোমার অধ্যায়।
কংক্রিটে সুখের আঁকিবুঁকি
রেলিংয়ে ঝুলে থাকা প্রেম,
তোমায় না পেয়ে খারাপ তো নেই
কষ্ট শুধুই ট্রাফিক জ্যাম!
কংক্রিটে সুখের আঁকিবুঁকি
রেলিংয়ে ঝুলে থাকা প্রেম,
তোমায় না পেয়ে খারাপ তো নেই
কষ্ট শুধুই ট্রাফিক জ্যাম!
কাছে গেলেই তোমার মেজাজ সপ্তমে
জুতোজোড়া উড়ে আসে হায়...
আমার তবুও দাঁত বেরোনো হাসি
আমার তাতে কিইবা আসে যায়!
কাছে গেলেই তোমার মেজাজ সপ্তমে
জুতোজোড়া উড়ে আসে হায়...
আমার তবুও দাঁত বেরোনো হাসি
আমার তাতে কিইবা আসে যায়!
কংক্রিটে সুখের আঁকিবুঁকি
রেলিংয়ে ঝুলে থাকা প্রেম,
তোমায় না পেয়ে খারাপ তো নেই
কষ্ট শুধুই ট্রাফিক জ্যাম!
কংক্রিটে সুখের আঁকিবুঁকি
রেলিংয়ে ঝুলে থাকা প্রেম,
তোমায় না পেয়ে খারাপ তো নেই
কষ্ট শুধুই ট্রাফিক জ্যাম!
কংক্রিটে সুখের আঁকিবুঁকি
রেলিংয়ে ঝুলে থাকা প্রেম,
তোমায় না পেয়ে খারাপ তো নেই
কষ্ট শুধুই ট্রাফিক জ্যাম!
][...সমাপ্ত...][