Birohi (বিরহী) lyrics - Satyaki Banerjee

Birohi (বিরহী) Song By Satyaki Banerjee:



Birohi (বিরহী) Song By Satyaki Banerjee



  • শিরোনাম : বিরহীর চাঁদগান
  • কথা ও সুর : সাত্যকি ব্যানার্জী  
  • কণ্ঠ : সাত্যকি ব্যানার্জী   
  • দোতারা : সাত্যকি ব্যানার্জী  
  • খোল ও মন্দিরা : সজীব সরকার 
  • বাঁশি : স্বরূপ মুখার্জী 


Birohi (বিরহী) Song lyrics in Bengali:


চোখে চোখে  দেখি রে চাঁদ  

চোখে চোখে দেখি রে চাঁদ  

চোখে চোখে দেখি দয়াল চাঁদ আমারই  

মুখে মুখে প্রেমপথ

মুখে মুখে প্রেমপথ 

মুখে মুখে ঝলকায় দেখি 

চাঁদ আমারই

চাঁদেরও অর্ধেকও চাঁদ.. 

চাঁদেরও অর্ধেকও  

চাঁদ 

চাঁদের অর্ধেকও দয়াল 

চাঁদ আমারই 

তুমি যদি হও গো আমার 

তুমি যদি  হও গো আমার 

তুমি যদি হও গো দয়াল চাঁদ আমারই 

আমি তোমার হতে পারি 

আমি তোমার হতে পারি আমি তোমার হতে পারি 

চাঁদ আমারই

চাঁদেতে চাঁদ ঢাকা দেওয়া

চাঁদেতে দেয় চাঁদের খেয়া 

চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদ আমারই

তুমি যদি হও গো আমার 

তুমি যদি হও গো আমার

তুমি যদি হও গো চাঁদ আমারই 

আমি তোমার হতে পারি 

আমি তোমার হতে পারি 

আমি তোমার হতে পারি

চাঁদ তোমারই

চাঁদেরও অর্ধেকও চাঁদ  

চাঁদেরও অর্ধেকও চাঁদ

চাঁদেরও অর্ধেকও চাঁদ আমারই।

Post a Comment

Previous Post Next Post