Jadukor ( জাদুকর ) Lyrics || Shironamhin Band ||

Jadukor Song Is Sung By Sheikh Ishtiaque From Sironamhin Band.Jadukor Song Lyrics in Bengali Written By Ziaur Rahman.

Jadukor Song lyrics in Bengali

Song info-

  • Song: Jadukor
  • Vocal: Sheikh Ishtiaque
  • Band: Shironamhin
  • Publish: 2017
  • Lyrics: Ziaur Rahman
  • Orchestration & Notation Score: Ziaur Rahman
  • Guest Artist: @BakhtiarHossain​ 
  • Orchestra: Mumbai Symphony Orchestra, Dhaka Symphony Orchestra Conductor: Chandan, Shariful Islam 
  • Choir: Ghashforing 
  • The Host: Aleef Chowdhury 
  • Venue: ICCB - Hall 4 (Bangladesh

Lineup:

  • Ziaur Rahman (bass)
  • Kazy Ahmad Shafin (drums, back voice)
  • Diat Khan (guitar)
  • Sheikh Ishtiaque (voice)
  • Symon Chowdhury (keyboard) 
  • Dipu Sinha (guitar)
  • Band Manager: Infitar Danial


Jadukor Song lyrics in Bengali:


কোনো এক ভোরে মুখোশের জাদুকর 

কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর 

বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয় 

যুদ্ধ বা সন্ধিই পরিচয় |


হারাইনি, খুন হয়েছি জাদুকর 

ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর 

শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যাই 

আগামীর বার্তা জানাই ....


হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি 

যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে 

বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায় 

রহস্য আমায় ভাবায় |


ভাবছো তুমি চুপচাপ শহরে 

গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে 

রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে,

বুকের পাঁজরে ..



Post a Comment

Previous Post Next Post