Mone Pore ( মনে পড়ে ) lyrics || Biborton Band ||

Mone Pore Song is Sung By Salsabil Rafi From Biborton Band.Mone Pore Song lyrics in Bengali written By Rafid Islam

Mone Pore Song By Biborton Band

Song info-

  • Song: Mone Pore
  • Band: B I B O R T O N
  • Lyric: Rafid Islam
  • Composed by 'B I B O R T O N'
  • Tune: B I B O R T O N

Line Up:

  • Frontman: Tawhid Islam Ifty
  • Guitars: Md Mohsinul Faruk Iham
  • Lead Guitars: Aurim Siddique
  • Bass: Aoyon Roy
  • Drums: Salsabil Rafi (Vocal in this track)


Band Manager:

  • Deebosh Rahman 
  • Mahdi Rahman

Mone Pore Song lyrics in Bengali:

ও হো হো.............


হঠাৎ করে স্তব্ধ হয়ে,

তোমায় ভাবি যে বারে বারে।

এখনো যেনো কোথাও আমার,

তোমার স্মৃতি গুলো কড়া নাড়ে।

এখনো যেনো পুরোনো সেই পথে,

হাঁটতে চাই আবারো একসাথে।

কতো গুলো দিন যে কেটে গেছে,

ভুলিনি তোমায়।


মনে পড়ে, দিন গুলো যে,

ছিলাম পাশাপাশি তোমার।

হারিয়ে গেছে, অজানা তে,

কথা গুলো যা ছিল বলার।

কুড়িয়ে পাওয়া মুহুর্ত গুলো, 

ফুরিয়ে গেছে যে ভাবনায়। 

আজও যেনো দেখি তোমায়,

দিপ্রহরে রোজই আমার।


হয়তো তুমি, এখনো ভাবো,

ভুল গুলো সবই ছিলো আমার।

তবুও কেনো, ফিরে চাও আমায়,

তোমার পাশে আবার।

আমার অস্তিত্ব ভুলে,

তুমি গেছিলে অনেক দুরে চলে।

তোমার স্পর্শে ঢাকা দিনে,

বসে একলা।


মনে পড়ে, দিন গুলো যে,

ছিলাম পাশাপাশি তোমার।

হারিয়ে গেছে, অজানা তে,

কথা গুলো যা ছিল বলার।

কুড়িয়ে পাওয়া মুহুর্ত গুলো, 

ফুরিয়ে গেছে যে ভাবনায়। 

আজও যেনো দেখি তোমায়,

দিপ্রহরে রোজই আমার।


ও হো হো (মনে পড়ে...)


কুড়িয়ে পাওয়া মুহুর্ত গুলো, 

ফুরিয়ে গেছে যে ভাবনায়। 

আজও যেনো দেখি তোমায়,

দিপ্রহরে রোজই আমার।


Post a Comment

Previous Post Next Post