Jibon Chaiche Aro Beshi lyrics Lakkhichhara Band | GdM9Blog|

প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন Jibon Chaiche Aro Beshi ( জীবন চাইছে আরও বেশি ) lyrics || Lakkhichhara Band || পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গান, কবিতা ও চন্দের লিরিক (Lyrics) নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।


Jibon Chaiche Aro Beshi lyrics -Lakkhichhara

Jibon Chaiche Aro Beshi ( জীবন চাইছে আরও বেশি ) Song By Lakkhichhara Band From Band-E-Matoram Vol.1 Bengali Album.Jibon Chaiche Aro Beshi ( জীবন চাইছে আরও বেশি ) lyrics by Lakkhichhara Band.

Song Info-

  • Song: Jibon Chaiche Aro Beshi
  • Album: Band-E-Matoram Vol.1
  • Music: Lakkhichhara
  • Lyricist: Lakkhichhara
  • Release: 13 March, 2005
  • Label: Asha Audio

Jibon Chaiche Aro Beshi ( জীবন চাইছে আরও বেশি ) lyrics in Bengali Lakkhichhara Band:

ঘুরে-ফিরে তাই একই কথা

ডায়ে-বায়ে, আগে-পিছু

জীবন চাইছে আরও বেশি

আরও বেশি কিছু

ঘুরে-ফিরে তাই একই কথা

ডায়ে-বায়ে, আগে-পিছু

জীবন চাইছে আরও বেশি

আরও বেশি কিছু

আলো-ঝলমলে সে সব রাত-দিনে আমি খুঁজে দেখেছি

Canteen-এর কফি cup-এর আড্ডাতে সব কিছুই পেয়েছি

লুকোচুরি প্রেম অলস বিরহে মুছে গেছে কতদিন

সব কিছুই পেয়েছি এ জীবনে, আজ সব বেরঙিন

মন ভরছে না আর তাতে

ছেড়ে দাও আজ আমাকে

একঘেয়েমি আড্ডাতে

আছি নতুনের আশাতে

ঘুরে-ফিরে তাই একই কথা

ডায়ে-বায়ে, আগে-পিছু

জীবন চাইছে আরও বেশি

আরও বেশি কিছু

ঘুরে-ফিরে তাই একই কথা

ডায়ে-বায়ে, আগে-পিছু

জীবন চাইছে আরও বেশি

আরও বেশি কিছু

আরও পেতে চাই এই হৃদয় বলে

আশ মেটে নাতো কিছুতেই

আমরাও আজ তোমাদের দলে

ঘর ছেড়েছি যে সকলেই

Top gear-এ তে ছুটছে যে গাড়ি

Highway শুনছে rock and roll

Back seat-এ হাসছে অনুভূতি

ফিরে তাকালেই গণ্ডগোল

যাঁতাকল টানে আমাদের

কাঁটা ঘুরে চলে সময়ের

ইতি নিঃশেষ এ জীবনের

ভালোবাসা হয় ক্ষনিকের ও...

তাই ঘুরে-ফিরে একই কথা

ডায়ে-বায়ে, আগে-পিছু

জীবন চাইছে আরও বেশি

আরও বেশি কিছু

ঘুরে-ফিরে তাই একই কথা

ডায়ে-বায়ে, আগে-পিছু

জীবন চাইছে আরও বেশি

আরও বেশি কিছু

তবু আশা বেঁধে বুকে

কাছে ডাকছি তোমাকে

দেখি রোদ্দুরের ফাঁকে

ওরে এই দুর্বিপাকে

বলে যাব আমি আজ সে কথা

মন খুলে সব কিছু

এই জীবনের উপরেও যে আছে

আরও বেশি কিছু

ঘুরে-ফিরে তাই একই কথা

ডায়ে-বায়ে, আগে-পিছু

জীবন চাইছে আরও বেশি

আরও বেশি কিছু।

___][সমাপ্ত][___

Jibon Chaiche Aro Beshi Lyrics In English:

Ghure phire tai eki Kotha,

daye baye agey pichu

Jibon chaiche aro beshi,

aro besi kichu.


Alo jholmole se shob raat-dine,

ami khuje dekhechi

Canteen-e coffee cup-er addate,

shob kichui peyechi

Lukochuri prem olos birohe muche geche koto din

Shob kichui peyechi ei jibone aaj shob berongeen


Mon bhorche na aar tate chere dao aaj amake

Ekgheyemi sadtate achi notuner ashate


Tai ghure phire eke kotha daye baye agey pichu

Jibon chaiche aro beshi aro besi kichu 


Aaro pete chai ei hridoy bole aas mete na kichutei

Amrao aaj tomader dole ghor cherechi je shokolei

Top geare-te chutche je gari ,

highway shunche Rock'n' Roll

Back seat-e haasche onubhuti phire takalei gondogol


Jatakol tane amader chata ghure chole shomoy-er

Eki nisshesse jibone

bhalobasa hoy khoniker


Bole jabo ami aaj se kotha mon khule shobi kichu

Ei jiboner pore-o je ache aro besi kichu

][..The End..][

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে Jibon Chaiche Aro Beshi ( জীবন চাইছে আরও বেশি ) lyrics || Lakkhichhara Band || খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

Post a Comment

Previous Post Next Post