Nupur Toronggo (নুপুর তরঙ্গ) lyrics - Gravity Band

𝐍𝐮𝐩𝐮𝐫 𝐓𝐨𝐫𝐨𝐧𝐠𝐠𝐨 (নুপুর তরঙ্গ) Song is sung by 𝐌𝐮𝐫𝐚𝐝 𝐁𝐚𝐩𝐩𝐲 & 𝐏𝐫𝐢𝐲𝐚 𝐊𝐚𝐫𝐦𝐚𝐤𝐚𝐫 from Tri-Netro Bengali Album.𝐍𝐮𝐩𝐮𝐫 𝐓𝐨𝐫𝐨𝐧𝐠𝐠𝐨 (নুপুর তরঙ্গ) Song lyrics in Bengali Written By 𝐃𝐞𝐠𝐚𝐧𝐭𝐚 𝐁𝐚𝐧𝐢𝐤 From 𝐆𝐫𝐚𝐯𝐢𝐭𝐲 Bengali Band.

𝐍𝐮𝐩𝐮𝐫 𝐓𝐨𝐫𝐨𝐧𝐠𝐠𝐨 (নুপুর তরঙ্গ) lyrics

Song info-

⏩Song : 𝐍𝐮𝐩𝐮𝐫 𝐓𝐨𝐫𝐨𝐧𝐠𝐠𝐨 (নুপুর তরঙ্গ)

⏩Lyric, Tune & Composition - 𝐃𝐞𝐠𝐚𝐧𝐭𝐚 𝐁𝐚𝐧𝐢𝐤

⏩Vocal - 𝐌𝐮𝐫𝐚𝐝 𝐁𝐚𝐩𝐩𝐲 & 𝐏𝐫𝐢𝐲𝐚 𝐊𝐚𝐫𝐦𝐚𝐤𝐚𝐫 

⏩Album- 𝐓𝐫𝐢-𝐧𝐞𝐭𝐫𝐨

⏩Guitar - 𝐃𝐞𝐠𝐚𝐧𝐭𝐚 𝐁𝐚𝐧𝐢𝐤

⏩Bass - 𝐃𝐢𝐩𝐭𝐨 𝐁𝐡𝐨𝐰𝐦𝐢𝐜𝐤

⏩Drums - 𝐇𝐫𝐢𝐭𝐡𝐢𝐤 𝐒𝐚𝐡𝐚

⏩Harmonize - 𝐁𝐢𝐣𝐨𝐲 𝐒𝐚𝐡𝐚

⏩Band: 𝐆𝐫𝐚𝐯𝐢𝐭𝐲

⏩Band Manager - 𝐅𝐮𝐚𝐝 𝐇𝐚𝐬𝐚𝐧

⏩Mixing & Mastering - 𝐏𝐚𝐡𝐢 R 𝐈𝐬𝐥𝐚𝐦

Nupur Toronggo Song Lyrics in Bengali:

লিখে দিলাম তোমার নাম

আমার আকাশে

বৃষ্টি হয়ে ঝড়ো তুমি 

জোছনার আলোতে

চাঁদের দিকে তাকিয়ে সে যে 

অবাক হয়ে হাসে

খুঁজে পায় তোমায় হয়তো 

রাতের আভাসে

তুমি হারিয়ে যাও দূরে যাও 

এসো না আর কাছে

তোমায় ছাড়া ভালোই আছি 

কে আর আমায় ভালোবাসে

আমি অভিমানে চুপ করে 

শুধু অশ্রু পুষে যাই

আর প্রতিক্ষণে মৃত্যু 

কেন নিজের হাত বাড়ায় 


চারিদিক স্তব্ধ 

শুধু বর্ষণের শব্দ

আমি আনমনে শুনি শুধু 

তোমার নুপুর তরঙ্গ 

চারিদিক স্তব্ধ 

শুধু বর্ষণের শব্দ

আমি আনমনে শুনি শুধু 

তোমার নুপুর তরঙ্গ 


আর দোবেচারা মন তোমার ছবি 

করে শুধু অঙ্কন 

আমি কবির ভাষায় লিখে দিলাম 

তোমার আমার গল্প

তুমি মুছে দিলে আমার নাম 

নেই কোনো অস্তিত্ব।

][সমাপ্ত][

Post a Comment

Previous Post Next Post