Joleshwori song is sung by Farjad Iftakhar from Kadambari Afim Hate Bengali Album.Joleshwori Song lyrics in Bengali written by Farjad Iftakhar from Chandraban Bengali band.
Song info-
- Song : Joleshwori
- Album : Kadambari Afim Hate
- Band : Chandraban
- Vocal, Lyrics & Tune : Farjad Iftakhar Kabyo
- Guitar, Ukulele & Backing Vocal : Ishmam Shadman
- Keyboard & Synth : Tanvir Tonmoy
- Bass & Drums : Ashfaqure Emel
Joleshwori Song lyrics in Bengali:
যদি পেতাম চিলের মতো সোনালী ডানা,
মেঘের ভীষণ কাছে যেতেও মানা,
কোথায় পালিয়ে পাবো শান্তি অজানা।
পাথরের নিচে চাপা পড়া যে ফুল নিঃস্ব হলো,
সে ফুলের গন্ধ মেখো মগজে।
প্রিয় জলেশ্বরী,
আমার নদী পুড়িয়ে দিয়ে
কার জলে ভাসছো?
আমার শরীর গুড়িয়ে দিয়ে
কার দেহ গড়ছো?
"আমিহীন আমি" নিয়ে
বেঁচে আছি দুর্ভিক্ষে, রোগে, শোকে, জরাজীর্ণতায়।
গেলো শিমুল বনে,
ফুলগুলো শব জ্বালিয়ে দিলো গো।
যদি পেতাম চিলের মতো সোনালী ডানা,
মেঘের ভীষণ কাছে যেতেও মানা,
কোথায় পালিয়ে পাবো শান্তি অজানা।
][..সমাপ্ত..][