Song Info-
- Song: Roddure Janalay ( রোদ্দুরে জানালায় )
- Artist: Rana Dolui
- Tune: Rana Dolui
- Lyrics: Rana Dolui
Roddure Janalay Song lyrics in Bengali:
রোদ্দুরে জানালায়, দাঁড়িয়ে থাকতে হবে না
আর তোমায়..
রোদ্দুরে জানালায়, দাঁড়িয়ে থাকতে হবে না
আর তোমায়..
আমি ফিরবো না আর কোনো দিন
তোমার চিনা ঠিকানায়...
আমি ফিরবো না আর কোনো দিন
তোমার চিনা ঠিকানায়...
শুধু দূর থেকে জানিয়ে দিব
হে তোকে ছাড়া আমি ঠিক থেকে নেব
হয়তো প্রথম প্রথম হবে একটু যন্ত্রণা....
হ্যাঁ আমি এমন এক দোকানদার,
যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা
হ্যাঁ আমি এমন এক দোকানদার,
যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা।
মন থেকে মনে... গান থেকে ফোনে
Virus ছড়াচ্ছে এই জীবনে...
মন থেকে মনে... গান থেকে ফোনে
Virus ছড়াচ্ছে এই জীবনে...
তাই তোর সাথে আজ আড়ি
আমি খেলবো না
চলে যাবো সোজা বাড়ি
কথা বলব না...
তোর সাথে আজ আড়ি
আমি খেলবো না
চলে যাবো সোজা বাড়ি
কথা বলব না...
শুধু দূর থেকে জানিয়ে দিব
হে তোকে ছাড়া আমি ঠিক থেকে নেব
হয়তো প্রথম প্রথম হবে একটু যন্ত্রণা....
হ্যাঁ আমি এমন এক দোকানদার,
যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা
হা.....আ....
নুন আনতে পান্তা
পচে চোলাই..
ঘরে বেঁধেছে মাকড়সারা
জাল..
ঘুন ধরেছে আমার
বইয়ের তাকে..
জানালার পাশে দাঁড়িয়ে
মহাকাল...
শুধু দূর থেকে জানিয়ে দিব
হে তোকে ছাড়া আমি ঠিক থেকে নেব
হয়তো প্রথম প্রথম হবে একটু যন্ত্রণা....
হ্যাঁ আমি এমন এক দোকানদার,
যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা..
হ্যাঁ আমি এমন এক দোকানদার,
যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা..
হ্যাঁ আমি এমন এক দোকানদার,
যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা..
][..সমাপ্ত..][