Song Info-
- Song: Pathorer Shohor
- Vocal: Aia Lemonsky
- Band: Kaaktaal
- Tune: Aia Lemonsky
- Lyrics: Aia Lemonsky
Pathorer Shohor Song lyrics in Bengali:
আলোর টুকরোগুলো ডুবে যাচ্ছে কালোর মাঝে
ফিরে না দেখে
ধোঁয়া ওঠা কথোপকথন আজ যেন
শূন্য চায়ের কাপ
পাথরের বুক চিড়ে রক্ত ঝড়াবে বলে
ব্যস্ত কপালের ভাঁজ
এখানে সেখানে জটলা বেঁধেছে
ছদ্মবেশী আবেগ
কথা দিয়ে আজ কোন
যুদ্ধ জয় হবে না
চোখ বুজে আজ কোন
স্নপ্ন দেখা যাবে না
ছেঁড়া ফাঁটা ছকে বাঁধা
দিন যাবে তো চলে যাক
ইট পাথরের এই শহরে
মানুষ থাকে না
তাদেরই গল্প তোমারই মনে
স্বপ্ন হবে যদি দেখা দেয়
বুঝবে তুমি এই শহরটা
তোমাকে আজ ভুলে যেতে চায়।
মানুষ হবার ভ্রমে
সাঁতরে বেড়ায় সব পাথর ধোঁয়াশায়
পারদ প্রলেপ মেখে
নিজেকে আলাদা ভেবে
মিশে যায় দেয়ালে।।
তাদেরই গল্প তোমারই মনে
একটুও যদি নাড়া দেয়
বুঝবে তুমি এই শহরে
তোমাকে আর কাম্য নয়।।
একটুও যদি নাড়া দেয়
বুঝবে তুমি এই শহরে
তোমাকে আর কাম্য নয়।।
ক্রোধের চিহ্নগুলো মুছে যাচ্ছে দেয়ালের বুকে
বৃষ্টির জলে
জ্বলে ওঠা চোখের দৃষ্টি আজ যেন
শূন্যতার আধার
পাথরের সিড়ি বেয়ে স্বর্গ খুঁজতে চেয়ে
ব্যর্থ কপালের ভাঁজ
এখানে সেখানে জটলা বেঁধেছে
স্বার্থান্বেষী আক্ষেপ।।
কথা দিয়ে আজ কোন
যুদ্ধ জয় হবে না
চোখ বুজে আজ কোন
স্নপ্ন দেখা যাবে না
ছেঁড়া ফাঁটা ছকে বাঁধা
দিন যাবে তো চলে যাক
ইট পাথরের এই শহরে
মানুষ থাকে না
তাদেরই কথা তোমারই মনে
স্বপ্ন হবে যদি দেখা দেয়
বুঝবে তুমি এই শহরটা
তোমাকে আজ ভুলে যেতে চায়।
মানুষ হবার ভ্রমে
সাঁতরে বেড়ায় সব পাথর ধোঁয়াশায়
পারদ প্রলেপ মেখে
নিজেকে আলাদা ভেবে
মিশে যায় দেয়ালে।।
তাদেরই গল্প তোমারই মনে
একটুও যদি নাড়া দেয়
বুঝবে তুমি এই শহরে
তোমাকে আর কাম্য নয়।।
][..সমাপ্ত..][