"Sajhbati" is the seventh song from our album (Ondhokarer Premkabbo).Sajhbati Song Song is Sung by Antim Ghosh from Onno Prishtha Bengali Band.Sajhbati Song lyrics in Bengali written By Onno Prishtha.
Song Info-
- Song : Sajhbati
- Album: Ondhokarer Premkabbo
- Band: Onno Prishtha
- Lyrics & Tune : অন্য পৃষ্ঠা
- Artwork, Plucking, Vocal & Rhythm : Antim Ghosh
- Guitar Key & Solo : Pritom Sur Roy
Sajhbati Song lyrics in Bengali:
ভেজা চোখে তাকিয়ে থেকে
আকাশের তারা গুনি
নও কোন সুখ তো তুমি
আঁধারেই স্বপ্ন আঁকি
নিভৃতে অলীক চেতনায় লুকিয়ে থাকা তুমি
পোড়া রোদে রোজ দুপুরে পুড়তে থাকা আমার আহাজারি
আমার মনের আঙিনায় ঝড়তে থাকা ফুল তুমি
বিষন্ন ভালোবাসায় নিভে যাওয়া তোমার হাসি
তুমি আমার অযাচিত রাজ্যের রাজকুমারি
তুমি ঘোর সন্ধ্যাবেলার সাঁঝবাতি
প্রজ্বলিত আলোর দীপ্তশিখা তুমি
অন্ধকারে তোমায় হারিয়ে ফেলেছি
আবার
শূন্য মনে ভেবে যাই
তোমার হাসি শুনি
নও কোন প্রার্থনা তুমি
সব স্বপ্নই মিথ্যে ভাবি
স্পর্শের আবেগ মাখিয়ে নিদ্রায় নেই তুমি
বৃষ্টি ভেজা রোজ বিকেলে ভিজতে থাকা আমি
আমার চোখের এই সীমানায় জমে থাকা মেঘ তুমি
স্তব্ধ রাতে ফেলে যাওয়া তোমার স্মৃতিগুলি
তুমি আমার অযাচিত রাজ্যের রাজকুমারি
তুমি ঘোর সন্ধ্যাবেলার সাঁঝবাতি
প্রজ্বলিত আলোর দীপ্তশিখা তুমি
অন্ধকারে তোমায় হারিয়ে ফেলেছি
আবার।
][..সমাপ্ত..][