The Rickshaw Song lyrics | Journal ১২১৬ |

The Rickshaw Song By Journal ১২১৬ Band:

The Rickshaw Song By Journal ১২১৬ Band

The Rickshaw song is sung by Nazif Muhammad from Journal ১২১৬ band.The Rickshaw song lyrics in Bengali written by Nazif Muhammad.

___Song info___

  • Song: The Rickshaw Song
  • Band: Journal ১২১৬
  • Vocal: Nazif Muhammad
  • Guitar: Nazif Muhammad
  • Synths: Nazif Muhammad
  • Bass: Saqeeb Ishraq Khan
  • Drum: Tofiqul Islam Shaon
  • mixing, and mastering: Tofiqul Islam Shaon
  • Illustrations on video: Ahsan Habib sir (Founder and editor of Unmad, cartoonist, writer)
  • Recording Studio: Audiography Records, Studio Duct Tape

The Rickshaw Song lyrics in Bengali:

রিমঝিম বৃষ্টিতে, নির্জন নিভৃতে,

নিস্তব্ধ বিকেল সাজে, 

সবুজের গানে,

একমুঠো ঝালমুড়ি, ফেলে আসা কত স্মৃতি,

কালো মেঘ ঝড়ো হাওয়া, 

সঙ্গ নেয়।

বৃষ্টি ও মেঘমালা, অভিমান ধুয়ে দিয়ে,

ব্যবধানটুকু শূন্যের কোটায়,

তোমার হৃদয়স্পন্দন, আমার হৃদয়কে

জানান দিয়ে যায়,

প্রথম বর্ষা,প্রথম বেলী, জীবনের প্রথম প্রেম,

কিছু আড্ডা আর খুনসুটি, জীবন লাগছে বেশ,

তোমার মাঝে নিরুদ্দেশ আমি, 

পেয়েছি ঠিকানা,

রয়ে যেতে চাই, শেষ অব্দি তাই, 

রিকশার প্রথম রাইডে....

পর্দার আড়ালে, কিছু উষ্ণতা,

স্বস্তির চাদর, এটুকুই চাওয়া,

গোপন চুম্বন, প্রেমের কথন,

বৃষ্টির ছাদে, তোমায় আলিঙ্গন

মেঘরাজা গর্জে ওঠে, কর্কষ প্রবল সুরে, 

ভয়ে পেয়ে তুমি আমায়, 

জড়িয়ে ধরো,

আমি বলছি চোখে চোখ রেখে, ভয় তুমি পেওনা,

তোমার সাথে আছি আমি,

সারাটা জীবন

হুডের উপর বৃষ্টি যেন, ফুঁড়ে নামতে চায়,

আমরা দুজন মিলেমিশে একাকার,

অপলক চেয়ে আছি তোমার, কাজল-কালো দুচোখে,

'ভালোবাসি' বলতে আরেকবার.......

প্রথম বর্ষা,প্রথম বেলী, জীবনের প্রথম প্রেম,

কিছু আড্ডা আর খুনসুটি, জীবন লাগছে বেশ,

তোমার মাঝে নিরুদ্দেশ আমি, 

পেয়েছি ঠিকানা,

রয়ে যেতে চাই, শেষ অব্দি তাই,

রিকশার প্রথম রাইডে....


Post a Comment

Previous Post Next Post