Hawa Kharap (হাওয়া খারাপ) Lyrics - Satyaki Banerjee

Hawa Kharap (হাওয়া খারাপ) song lyrics By Satyaki Banerjee:

Hawa Kharap (হাওয়া খারাপ) song By Satyaki Banerjee

Hawa Kharap (হাওয়া খারাপ) song is sung By Satyaki Banerjee.Hawa kharap song lyrics in Bengali written by UTPAL BASU.



  • শিরোনাম: হাওয়া খারাপ (hawa kharap)
  • কথা: উৎপল বোস ( UTPAL BASU )
  • সুর: সাত্যকি ব্যানার্জি
  • কন্ঠ: সাত্যকি ব্যানার্জি


Hawa Kharap (হাওয়া খারাপ) song lyrics in Bengali:


হাওয়া খারাপ খুব খারাপ হাওয়া 

ফুলকুমারী গণকর সুজাপুর বিরহী

বাস টোটো সাইকেল রিক্সায় আসা যাওয়া 

হাওয়া খারাপ খুব খারাপ হাওয়া 


দু'কথায় পড়ে লাশ 

বাতাসে বারুদের বাস

খিস্তিখেউড়ে মাতে ঝলকায় 

ঝলকায় আবহাওয়া

হাওয়া খারাপ খুব খারাপ হাওয়া 


ঘরে ঘরে বাঁধে বাবা, 

ক্ষেতে ক্ষেতে চষে হাবা 

মাদি মদ্দা সবাই এভাবে নাওয়া খাওয়া

খারাপ হাওয়া, খুব খারাপ হাওওা

হাওয়া খারাপ খুব খারাপ হাওয়া 


তালা মারা প্রাইমারি 

স্কুলছুট ছোঁড়াছুঁড়ি

দিন-রাতে মোবাইলে ঘাড় গুঁজে

তাদের সব চাওয়া পাওয়া


হাওয়া খারাপ খুব খারাপ হাওয়া 

ঘিঞ্জি বাজার হাটে

সেক্স টনিক  চাটে

নেশাখোর মরা চোখে 

বলা ভাষা

তবু উরিবাবা


হাওয়া খারাপ খুব খারাপ হাওয়া

হাওয়া খারাপ খুব খারাপ হাওয়া

Tag-

Post a Comment

Previous Post Next Post