Karma (কর্ম) Song By Popeye Band:
- Song: Karma (কর্ম)
- Tune & Lyrics By: Popeye
- Music By: Talat Minhaz
Karma (কর্ম) Lyrics In Bengali:
কি করে দেখো, নিজেকে নিজে চেয়ে?
আয়নাতে তাকাও লাগে না লজ্জা কি কোনো ?
কি বলে বুঝাও, নিজেকে মানাও, ভুল করোনি কোনো, দোষ আমারই ছিলো ?
কি করে পাপের এত বোঝা কাঁধে সামলাও, প্ৰতি রাতে কি করে ঘুমাও ?
কি বলে নিজেকে, ফাঁসি চড়া থেকে থামাও ?
কালি মাখা মুখ, হেসে দুনীয়া দেখাও ?
বেছে করেছো যা ফল, দেখো তেমনই পাবে
মন্দের এততো শেষ , হয় ভালো না গিয়ে শেষে
পাপে ছাড়েনা পিছু, যেন এত সহজে
হওয়া যায় না সুখী, কখনো এভাবে ..
কি করে হলো এতো সাহস তোমার ?
কারো জীবন তছনছানোর, দিলো কে সে অধিকার ?
কি করে এতো, নিজেকে নিচে নামালে কি রুচিতে বাধলোই না কিছু ?
কোন মুখে, কি ভাষায়, কি পুন্য করে ?
নিজেকে দাও ক্ষমা, কিসের অজুহাতে ?
কেঁপে উঠলে বিবেক বলে কি দাও সান্তনা ?
পরকাল আছে মেনেও পাও ভয় কি কোনো না ?
বেছে করেছো যা ফল, দেখো তেমনই পাবে
মন্দের এততো শেষ , হয় ভালো না অবশেষে
পাপে ছাড়েনা পিছু, যেন এতো সহজে
কেওই হয়না সুখী, তুমিও না....
বেছে করেছো যা ফল, তেমনই হবে
মন্দের এততো শেষ , হয় ভালো না অবশেষে
পাপে ছাড়েনা পিছু , যেন এতো সহজে
কেওই হয়না সুখী, তুমিও না...
][..সমাপ্ত..][