Amare Asibar Kotha Koiya ( আমারে আসিবার কথা কইয়া ) lyrics || Saif Zohan ||

Saif Zohan presents 'Amare Asibar Kotha Koiya' originally lyrics written & tuned by Radha Romon Dutta.

Amare Asibar Kotha Koiya Song By Saif Zohan

Song Info-

  • Song : Amare Asibar Kotha Koiya
  • Singer : Saif Zohan
  • Lyrics : Radha Romon Dutta
  • Tune : Radha Raman Dutta
  • Music : Shovon Roy
  • Artwork : Pot Babu
  • Editing : Saif Zohan

Amare Asibar Kotha Koiya Lyrics In Bengali:

আমারে আসিবার কথা কইয়া

মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া..।

আমারে আসিবার কথা কইয়া

মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া...।


ও রাধেগো…...

ও রাধেগো…...

আমার কথা নাই তোর মনে..

প্রেম করছো আয়ানের সনে

শুইয়া আছো নিজ পতি লইয়া..।

ও আমি আর কত কাল থাকবো রাধেগো..

ও আমি আর কত কাল থাকবো রাধেগো..

দুয়ারে দাঁড়াইয়া...।

মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া..।

আমারে আসিবার কথা কইয়া

মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া...।


ও রাধেগো…

ও রাধেগো…

দেখার যদি ইচ্ছা থাকে

আইসো রাই যমুনার ঘাটে

কাইল সকালে কলসি কাঙ্খে লইয়া।

ও রাধেগো…

দেখার যদি ইচ্ছা থাকে

আইসো রাই যমুনার ঘাটে

কাইল সকালে কলসি কাঙ্খে লইয়া।

ও আমি জলের ছায়ায় রূপ হেরিবো গো...

ও আমি জলের ছায়ায় রূপ হেরিবো গো...

কদম ডালে বইয়া...।

মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া...।

আমারে আসিবার কথা কইয়া

মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।


ও রাধেগো…

ও রাধেগো…

নারী জাতির কঠিন রীতি

বোঝেনা পুরুষের মতি

সদাই থাকে নিজেরে লয়া।

ও রাধেগো…

নারী জাতির কঠিন রীতি

বোঝেনা পুরুষের মতি

সদাই থাকে নিজেরে লয়া।

ও তুমি করছো নারী রুপের বড়াই গো

করছো নারী রুপের বড়াই গো

রাধারমণে যায় কইয়া।

মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া..

মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া..

মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া..।

আমারে আসিবার কথা কইয়া..

মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া..।

__][সমাপ্ত][___






Post a Comment

Previous Post Next Post