December Er Kuasha Song Is Sung By Shuvro.December Er Kuasha Song lyrics in Bengali written By Shuvro.
Song Info-
- Song: December Er Kuasha
- Vocal: shuvro
- Music: shuvro
- Lyrics : shuvro
December Er Kuasha Song Lyrics in Bengali:
ডিসেম্বরের কুয়াশা যতই বাড়ুক!
দেখা না হলেও, গানের সুরে বোঝানো যাবে
তোমার পাশে আছি!
তোমার অসাড় যত আব্দারের কদরের সাথে
আমার সীমারেখার যোগ বিয়োগের মাঝে..
তোমায় ভালোবাসি
নৌকার বুক ফাঁকা আছে বলে তাই
পানি এসে ডুবে দেয়
আমি ডুববো তাই খানখান বুক ছারখার করে দিয়ে শুন্য হয়ে
তোমার কাছে আসি!
ডিসেম্বরের কুয়াশা যতই বাড়ুক
তোমার সাথে আছি!
__][সমাপ্ত][__
ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে December Er Kuasha Song By Rayhan Islam Shuvro| খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।