Chhok Bajaare (ছক বাজারে ) song by Satyaki Banerjee:
Chhok Bajaare (ছক বাজারে ) song is sung by satyaki Banerjee.Chhok Bajaare (ছক বাজারে ) song lyrics in Bengali written by Utpal Bose.
___Song Info___
- Song: Chhok Bajaare (ছক বাজারে )
- Vocal: satyaki Banerjee
- Lyrics: Utpal Bose
- Melody: Utpal Bose
- Duff: Sajib Sarkar
- Violin: Dibyokamal Mitra
- Keyboards and supporting vocals: Suchal Chakraborty
Chhok Bajaare (ছক বাজারে ) song lyrics in Bengali:
ছকবাজারে খুটি গাড়ে
বেচাকেনা জমজমাট
ভাঙলে মেলা উড়লে ধুলা
তুমি আমি সব লোপাট ।
কোথা থেকে আসে মানুষ
কোথায় আবার মিলায়ে যায়
আসা-যাওয়া ভবের খেলা
কোন বিধি তারে খন্ডায়।
হারিয়ে যে পাই, পেয়ে হারায়
লুট হয়ে যায় মহাজন'
নাইকো পুঁজি, সস্তা খুঁজি
মেলার মাঝেই আপনজন।
কোথা থেকে আসে মানুষ
কোথায় আবার মিলায়ে যায়
আসা-যাওয়া ভবের খেলা
কোন বিধি তারে খন্ডায়।
কাছে আসে ভালোবাসে
পাশেই বসে রং জমায়
বাঁধ হাওয়াতে উঠলে তুফান
পলকেতে সব হারায়
বাঁধ হাওয়াতে উঠলে তুফান
পলকেতে সব হারায়
কোথা থেকে আসে মানুষ
কোথায় আবার মিলায়ে যায়
বাঁধ হাওয়াতে উঠলে তুফান
পলকেতে সব হারায়
কোথা থেকে আসে মানুষ
কোথায় আবার মিলায়ে যায়
আসা-যাওয়া ভবের খেলা
কোন বিধি তারে খন্ডায়।
পাগলপারা জিন্দা মরা
ঘুইরা মরে ভুলভুলায়
বিরহে বিরহ মিশে
বিরহী রহিয়া যায়
বিরহে বিরহ মিশে
বিরহী রহিয়া যায়
বিরহী রহিয়া যায়।