Jonmantor Song is sung By Satyaki Banerjee.Jonmantor song lyrics & Music By Anirban Das.
Song Info -
- গান : জন্মান্তর
- কণ্ঠ : সাত্যকি ব্যানার্জি
- কথা ও সুর : অনির্বান দাস
- কি বোর্ড ও কোরাস্ : সুচল চক্রবর্তী
- গিটার : আলেক্স বস
Jonmantor Song lyrics in Bengali:
আমার জন্মান্তরের ভুলে,
হল নদীর পাড়ে বাসা,
আমার উঠোন হল ঢালু,
আর বাপ দাদারা চাষা।
আমার জন্মান্তরের পাপে,
নদী ভাঙে ধাপে ধাপে।
আমি জলেতে কান পাতি,
জলও কান পাতে আমা'তে।
আর ওমনি আসে হাওয়া,
সাদা তিলের ক্ষেতের থেকে।
আমার এই জন্মের সব পাপে,
তুমি চুবড়ি চাপা রেখে,
এস চুবড়ি চাপা রেখে।
আমার জন্মান্তরের পাপে,
পাথরের দেশে বাসা।
আমার জলের দেশে বাসা।
আমার তোমার দেশে বাসা।
সেই চুবড়ি দেব ভেঙে,
চল পাথর খুঁজে আনি।
তুমি বুকজলে তো নামবেই,
আমরা ডুবসাতারও জানি।
][সমাপ্ত][