Keu Keu Bhalobase ( কেউ কেউ ভালোবাসে ) lyrics - Timir Biswas

Keu Keu Bhalobase Song Is sung by Timir Biswas.Keu Keu Valobase Song Lyrics in Bengali written by Anindya Sundar Basu.

Keu Keu Bhalobase ( কেউ কেউ ভালোবাসে ) lyrics - Timir Biswas

Song Info-

  • Song - Keu Keu Bhalobase
  • Vocals - Timir Biswas
  • Lyrics - Anindya Sundar Basu
  • Music - Aniruddha Rick Dutta

Keu Keu Bhalobase song Lyirics in Bengali:

এমনই সে রোদ্দুরে পুড়েছে বর্ষাকালো

ভিজে গেলে প্রিয় মেঘ তুই রঙ তুই ভালো

কথাটা গোপন যার

সে ছিল অহংকার

তবুও সে কোথাও গেছে চলে

কেউ কেউ ভালোবাসে

হারাবার ভয় পাবে বলে


আমার এই অক্ষরে না হয় একটু থাকো

ঘর ছুঁয়ে পড়ে থাকা সন্ধের মতো আলো

সে ঘর ভাঙলে তুই

আমিও কষ্ট ছুঁই

গুঁড়ো শব্দের মতো গলে পড়ে

কেউ কেউ ভালোবাসে

হারাবার ভয় পাবে বলে

][ সমাপ্ত ][

Post a Comment

Previous Post Next Post