Pagol Proyojon Song is sung By Kamal Das from Icche Dana Bengali folk Band.Pagol Proyojon Song lyrics in Bengali written by Kamal Das.
Song Info-
- Song : Pagol Proyojon
- Band : ICCHEA DANA
- Lyrics & Tune & Vocal : Kamal Das
- Drums & percussion : Sumanta Samanta
- Bass : Bilash Halder
- Guitar : Nirvik Samanta
- Guitar : Souvik Middey
- Keyboard : Suman Halder
- Mix & Master : Mrityunjay Das ( Puche Da )
Pagol Proyojon Song lyrics in Bengali:
সে মানুষই নয় মানুষ...
যে গুরু না ভজে....
আর সেই তো আসল পাগল....
যে গুরু-তে মজে..
এই ভবের দুনিয়ায়...
এই ভবের দুনিয়ায়,
ভবের খেলা..
গুরু বুঝবে তুমি যাবার বেলা...
এই ভবের দুনিয়ায়...
এই ভবের দুনিয়ায়,
ভবের খেলা..
গুরু বুঝবে তুমি যাবার বেলা...
ওই রসিক পাগল হলেই, বুঝবে তোমার মন
ওই রশিক পাগল হলেই, মজবে তোমার মন..
ওই রশিক পাগল হলেই, ভজবে তোমার মন।
তাই পাগল এ দুনিয়ায়, আরো পাগল প্রয়োজন
হেথা মানুষ মরে পথে-ঘাটে মানুষের কারণ।
তাই পাগল এ দুনিয়ায় আরো পাগল প্রয়োজন
হেথা মানুষ মরে পথে-ঘাটে মানুষের কারণ।
ওরে সে মানুষই মানুষ, যে গুরু না ভজে...
আর সেই তো আসল পাগল, যে গুরু..তে মজে..
ওরে সে মানুষই মানুষ, যে গুরু না ভজে...
আর সেই তো আসল পাগল, যে গুরু..তে মজে..
ওই গুরুকে খুঁজিলে, হবে সুদ্ধ তোমার মন।
ওই গুরুকে পুঁজিলে, হবে সুদ্ধ তোমার মন।
ওই গুরুকে বুঝিলে, হবে সুদ্ধ তোমার মন।
ওই গুরুতে মুজিলে, হবে সুদ্ধ তোমার মন।
ওই গুরু না ভজিলে অশুদ্ধ এ জীবন।
তাই পাগল এ দুনিয়ায়, আরো পাগল প্রয়োজন
হেথা মানুষ মরে পথে-ঘাটে মানুষের কারণ।
তাই পাগল এ দুনিয়ায়, আরো পাগল প্রয়োজন
হেথা মানুষ মরে পথে-ঘাটে মানুষের কারণ।
এই ভবের দুনিয়ায়,
ভবের খেলা..
গুরু বুঝবে তুমি যাবার বেলা...
এই ভবের দুনিয়ায়,
ভবের খেলা..
গুরু বুঝবে তুমি যাবার বেলা...
ওই রসিক পাগল হলেই, বুঝিবে তোমার মন
ওই রশিক পাগল হলেই, মুজিবে তোমার মন..
ওই রশিক পাগল হলেই, ভজিবে তোমার মন।
তাই পাগল এ দুনিয়ায়, আরো পাগল প্রয়োজন
হেথা মানুষ মরে পথে-ঘাটে মানুষের কারণ।
তাই পাগল এ দুনিয়ায় আরো পাগল প্রয়োজন
হেথা মানুষ মরে পথে-ঘাটে মানুষের কারণ।
তাই পাগল এ দুনিয়ায় আরো পাগল প্রয়োজন
হেথা মানুষ মরে পথে-ঘাটে মানুষের কারণ।
][ সমাপ্ত ][