Noyoner Jole ( নয়নের জলে ) lyrics - Nachiketa

Noyoner Jole ( নয়নের জলে ) Song is Sung By Nachiketa Chakravorty.Noyoner Jole ( নয়নের জলে ) Song lyrics in Bengali written by Dorpon Kobir.

Noyoner Jole ( নয়নের জলে ) lyrics - Nachiketa


Song info-

  • Song: Noyoner jole ( নয়নের জলে )
  • Singer: Nachiketa Chakravorty
  • Lyrics: Dorpon kobir
  • Music: Kundon saha

Noyoner Jole Song lyrics in Bengali:

নয়নের জলে লিখি যে কথা,

ভোরের বাগানে হয়ে যায় ফুল..

মনের গহীনে ছুটে নদী 

কার পানে খোঁজে কূল।

নয়নের জলে লিখি যে কথা,

ভোরের বাগানে হয়ে যায় ফুল..

মনের গহীনে ছুটে নদী 

কার পানে খোঁজে কূল।

নয়নের জলে লিখি যে কথা..


এ দেহে প্রাণ বীণা, কার নামে.. বাজে রোজ

কোকিলের কুহুতানে, ফাগুনের পাই খোঁজ।

এ দেহে প্রাণ বীণা, কার নামে.. বাজে রোজ

কোকিলের কুহুতানে, ফাগুনের পাই খোঁজ।

অন্তরযামী তুমি, আমি ধ্যানে মশগুল।

মনের গহীনে ছুটে নদী 

কার পানে খোঁজে কূল।

নয়নের জলে লিখি যে কথা..


প্রদ্বীপের শিখা জ্বলে তাই, দেখি আলোময়..

বন্ধনে না জড়ালে মন, কিগো কথা কয়।

প্রদ্বীপের শিখা জ্বলে তাই, দেখি আলোময়..

বন্ধনে না জড়ালে মন, কিগো কথা কয়।

বিরহে পোড়ে মন, যদি বিঁধে থাকে ফুল

মনের গহীনে ছুটে নদী

কার পানে খোঁজে কূল।

নয়নের জলে লিখি যে কথা,

ভোরের বাগানে হয়ে যায় ফুল..

মনের গহীনে ছুটে নদী 

কার পানে খোঁজে কূল।

নয়নের জলে লিখি যে কথা..

][ সমাপ্ত ][


Post a Comment

Previous Post Next Post